মিয়ানমারের সামরিক সরকার এবার এক সেনা সদস্যকে হত্যার দায়ে ১৯ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিলো। সামরিক অভ্যুত্থানের পর বিক্ষোভ মোকাবেলায় মিয়ানমারে এটিই প্রথম মৃত্যুদণ্ডের আদেশ। যদিও দণ্ডিতদের মধ্যে ১৭ জনই বর্তমানে পলাতক রয়েছেন।
জানা গেছে, এক ক্যাপ্টেনের সহযোগী সেনা সদস্যকে হত্যার দায়ে এই রায় দিয়েছে সামরিক আদালত। গত ২৭ মার্চ দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের উত্তর ওকালাপা ডিসট্রিক্টে সেনাবাহিনীর এক ক্যাপ্টেনের সহযোগীকে হত্যার দায়ে সামরিক আদালতে এই ১৯ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
সূত্র : রয়টার্স।