ঢাকাসহ অন্যান্য সিটি কর্পোরেশন এলাকাধীন সড়কে জনস্বার্থে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সরকারি সিদ্ধান্তের ব্যাপারে কারো কারো বিরূপ মন্তব্যকে অত্যন্ত দু:খজনক বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রী আজ সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফ্রিং-এ একথা বলেন। পরিবহন মালিক-শ্রমিকদের কাছে নতি স্বীকার করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে কেউ কেউ অভিযোগ করলেও তা সঠিক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণের দাবীতে, জনস্বার্থে এবং জনদুর্ভোগ কমাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, দু-এক দিনের মধ্যে দূরপাল্লার বাস সার্ভিস চালুর ব্যাপারে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে এবং বিভ্রান্তিকর মন্তব্য করছে, যা মোটেও সত্য নয়। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই বলেও তিনি জানান।