সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩জনে দাঁড়িয়েছে। হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান।
এর আগে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় দক্ষিণ সুরমার লালাবাজার স্কুল এন্ড কলেজের সামনে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস সিলেট আসার পথে লালাবাজার স্কুল এন্ড কলেজের সামনে আসা মাত্র একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুই যাত্রী নিহত হন। এতে অটোরিকশার আরো তিন যাত্রী আহত হন।
খবর পেয়ে দক্ষিণ সুমরা থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। দুর্ঘটনার সময় গুরুতর আহত আরো তিনজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। নিহতদের ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র বি এম আশরাফ উল্যাহ তাহের সিলেট প্রতিদিনকে জানান- ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেয়ার পর আরো ১জন মারা গেছেন।