মোঃরাসেল অাহম্মেদ,বগুড়া প্রতিনিধিঃ ১৭ই মার্চ বাঙ্গালী জাতির মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও ২৬শে মার্চ, ২০২১ মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চীনে অবস্থানরত শিক্ষার্থীদের সর্ববৃহৎ ও অরাজনৈতিক সংগঠন “বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন ইন চায়না” এর উদ্যোগে জুম মিটিং আইডির মাধ্যমে দুইদিন ব্যাপী ওয়েবিনার (অনলাইন সেমিনার), কবিতা আবৃত্তি, রচনা লেখন ও ভিডিও শেয়ারিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রথম দিনে সভাপতির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, অতঃপর ছাত্র সংগঠনটির উদ্যোক্তা সংগঠক মোঃ মাজহারুল ইসলাম মাজু স্বাগত বক্তব্য রাখেন, দ্বিতীয় দিন অর্থাৎ ২৭মার্চ অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আহনাফ তাহমিদ আনন অত্যন্ত গঠনমুলক ও সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে স্বাগত বক্তব্য পেশ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও শিক্ষানুরাগী ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (প্রশাসন), ঢাকা বিশ্ববিদ্যালয় ,️প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলার অন্যতম বিখ্যাত কবি ও চিত্রশিল্পী, কবি নির্মলেন্দু গুন (নির্মলেন্দু প্রকাশ গুন চৌধুরী)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ জনি বেপারি, জনাব তরুন কান্তি দাস, দেওয়ান মোঃ সাজ্জাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী যাদব দেবনাথ, ঝাংঝু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম, জুঝিয়াং হসপিটাল অব সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটি এর ডেপুটি ডিন, ড. ঈগল চাও। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থাকেন এবং মুল্যবান বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ও ️সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব, নির্মল কুমার দত্ত, সভাপতি, চায়না-বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন।
অনুষ্ঠানে মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত শিল্পী সৈরভ দাস সান্টু, লিজা রওয়াজা দোরাং ও জিহাদ মুক্তিযুদ্ধ ও দেশোত্ব বোধক গান পরিবেশন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মুহাম্মদ সামাদ “বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন ইন চায়না” এর আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান বক্তা কবি নির্মলেন্দু গুন অনেকটা আবেগে আপ্লুত হয়ে বলেন চীনে যে এত বাঙ্গালী শিক্ষার্থী পড়ালেখা করেন,আমার ধারনা ছিলনা, বিশ্বের অন্যান্য দেশের সাথে যোগাযোগ থাকলেও চীনের শিক্ষার্থীদের সাথে এটা আমার প্রথম অনুষ্ঠান, আগামীতে আমি আপনাদের পাশে থাকব, সবশেষে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে তার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনান।
অন্যান্য বক্তা দের মধ্যে ড. আশরাফুল আলম শিক্ষার্থীদের বিভিন্ন উপদেশমুলক বক্তব্য রাখেন। চীনা অতিথি ড. ঈগল চাও স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত্রীর অনুষ্ঠানে যুক্ত হতে পেরে খুব আনন্দিত হন এবং চায়না-বাংলাদেশ সম্পর্ক আরো জোরদার হউক এই কামনা করেন।
অন্যান্য বিশেষ অতিথি ও বিশেষ বক্তারা বলেন, সুবর্ণজয়ন্তীর এই শুভক্ষণে আমাদের শপথ নিতে হবে কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, দেশের গণতান্ত্রিক এবং উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে। আসুন, সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে গড়ে তুলি।
অনুষ্ঠানটি সুন্দরভাবে সার্থক করতে অক্লান্ত পরিশ্রম করেন উক্ত সংগঠনটির অন্যতম এডমিন, আয়োজক উপ-কমিটির আহবায়ক মোঃ সাব্বির হাসান, এডমিন সাটু লাল চাকমা,লিংকন প্রতীক খান,ফররুখ উদ্দিন পিয়াস ,জনি বড়ুয়া, ফরহাদ হোসাইন,মেহেদী হাসান, সোহাগ, জাবের, নাঈম, জাকারিয়া, সাইয়ুম, মোজাহিদ, রাজু, মেহেদী, মোস্তাফিজুর, ফারাবি, রাসেল আহম্মেদ, মাহবুব সহ আরও অনেকে। এছাড়াও সদস্যদের মধ্যে সুব্রত কুমার,মেহেদী হাসান, রবিউল,শামীমা তাবাসসুম মোহনা,আল-আমিন, মোহাম্মদ শাতিল, হাসান শাহরিয়ার সহ আরো অনেকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও অনুষ্ঠান পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা কল্লোল কান্তি দেবনাথ, উপদেষ্টা সচিব রাকিবুজ্জামান পলাশ, উপদেষ্টা সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সহ অন্যান্য ব্যাবসায়ী ও শিক্ষক সম্প্রদায়।
অনুষ্ঠানটি উপস্থাপনার মাধ্যমে সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সহকারী রেজিস্টার এবং চীনের উহানের হাস্ট এ পিএইচডি গবেষণারত জনাবা শারমিন জাহান, ছাত্র সংগঠনের পরিচালনা পরিষদ এর অন্যতম সদস্য, পিএইচডি গবেষক শিরিন আক্তার এবং অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক মোঃ কামাল মিয়া।
অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক এবং বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন ইন চায়না এর প্রতিষ্ঠাতা সংগঠক ও সমন্বয়ক মোঃ কামাল মিয়া অতিথি ও ব্যবসায়ী কমিউনিটির উদ্দেশ্যে বলেন, “আমাদের সংগঠনটি সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকেন, আপনাদের সার্বিক সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান ও সেবামুলক কর্মকান্ড উপহার দিতে পারব।”
পরিশেষে প্রতিযোগিতার বিজয়ীদের নাম, সংগঠনটির অনলাইন চাইনিজ ভাষা শিক্ষা স্কুলের শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং অন্যতম সংগঠকদের নাম ঘোষনা এবং সভাপতি সাহেবের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
“বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন ইন চায়না” এর যেকোন তথ্য পেতে যোগাযোগ করুন, ওয়েবসাইটঃ www.bsuchina.org, ফেসবুক পেজঃ www.facebook.com/info.bsuc/ ইমেইলঃ bsuchina2020@gmail.com অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টঃ bsucofficial
“বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন ইন চায়না” এর যেকোন তথ্য পেতে যোগাযোগ করুন, ওয়েবসাইটঃ www.bsuchina.org, ফেসবুক পেজঃ www.facebook.com/info.bsuc/ ইমেইলঃ bsuchina2020@gmail.com অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টঃ bsucofficial
তথ্য সংগ্রহেঃ
মোঃকামাল মিয়া
চাংশা ইউনিভার্সিটি অফ সাইন্স এ্যান্ড টেকনোলজি।
মোঃকামাল মিয়া
চাংশা ইউনিভার্সিটি অফ সাইন্স এ্যান্ড টেকনোলজি।