জসিম উদ্দীন (কলমাকান্দা, নেত্রকোণা) :
সারাদেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়ন ২৬ শে মার্চ (শুক্রবার) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে।
দিনব্যাপী জাতীয় প্রোগ্রাম শেষে সন্ধায় ঢাকা মহানগর এর সাবেক ছাত্রলীগ নেতা জুলহাস মন্ডল সাকির উদ্যোগে কৈলাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বেনূয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাত ৮ ঘটিকা থেকে মধ্যরাত পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি কৈলাটি আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক রুবেল তালুকদার এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন (কৈলাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) হায়দার আলী খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন (কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য) হাজী জয়নাল আবেদীন অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি আবু সাঈদ মেম্বার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ এর সদস্য পিয়ারুল ইসলাম আকন্দ, উপজেলা যুবলীগ এর যুগ্ম সম্পাদক মনজুরুল হক পরিষ্কার, যুবনেতা সাঈদ বিন সিদ্দিক, জেলা ছাত্রনেতা মামুনূর রশিদ টিপু, জিসান মাহমুদ, কামরুজ্জামান আকন্দ, প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে উদ্ভোদন করেন, এসময় বক্তারা কৈলাটি ইউনিয়নকে একটি অহেলিত ইউনিয়ন তা দুঃখ প্রকাশ করে পরে ৫নং ওয়ার্ডের পরিস্তলা মাদ্রাসা থেকে শুরু করে ৩নং ওয়ার্ডের পূর্ব বেনুয়া পর্যন্ত বেড়িবাঁধের প্রকল্প নির্মাণের আশ্বাস দেন।