দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি-

পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন ভিসি। এসময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।

পরে বেলুন উড়িয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভিসি।

পরে একে একে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, জিয়া পরিষদ, সাদা দল, বিভিন্ন হল ও বিভাগ, সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী সমিতি, ইবি ল্যাবরোটরী স্কুল এন্ড কলেজ, ইবি সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ, শাখা ছাত্র মৈত্রী ও শাখা ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে রবীন্দ্র-নজরুল কলাভবন চত্বরে গাছের চারা রোপন করে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ভিসি ড. শেখ আবদুস সালাম। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রশাসন ভবনে কেন্দ্রীয় গ্রন্থাগারের মুক্তিযুদ্ধ কর্ণারগুলোর জন্য বই প্রদান এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সুবর্ণজয়ন্তী কর্ণার স্থাপন করেন ভিসি।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় রবীন্দ্র-নজরুল কলাভবনের গ্যালারী হলরুমে ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এবং ইবিতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের পুত্র-কন্যাদের অংশগ্রহণে তিন ক্যাটাগরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version