রবিবার, জুন ১৬, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িতে হাঁস যাওয়ায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় গ্রামবাসীদের সংঘর্ষে তিন পুলিশসহ ৪০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর ও নাসিরনগর উপজেলায় পৃথক এক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দাঙ্গাবাজ তিনজনকে আটক করেছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দে পূর্ব শত্রুতার জেরে দুই দল গ্রামবাসী বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘন্টাব্যাপী সংঘর্ষে ইউপি সদস্য আব্দুল আজিজ, তিন পুলিশসহ উভয়পক্ষের কমপক্ষে ৩০জন আহত হয়। আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন ও ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের শিকার হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিন দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে জেলার নাসিরনগরে বসত ঘরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এসময় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মছলন্দপুর গ্রামের সড়কপাড়ার রজব আলীর হাঁস একই গ্রামের দক্ষিণপাড়ার হোসেন মিয়ার ঘরে গেলে তারা আটকিয়ে রাখে। এনিয়ে রজব আলোর স্ত্রী আমেনা খাতুনের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে ওই গ্রামের দুই দলের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিসুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.