রবিবার, জুন ১৬, ২০২৪

রাজনীতিতে কখনও জোয়ার কখনও ভাটা থাকে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতিতে আওয়ামী লীগের একসময় ভাটা ছিল। এখন বিএনপির ভাটা। বিএনপির এই ভাটা জোয়ারে পরিণত হবে কি না, সেটা বলতে পারব না।’ তিনি বলেন, ‘আজ যে জোয়ার আওয়ামী লীগের পক্ষে, তাতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ এই জোয়ারে ভাসবে।’

আজ শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। কাল শনিবার এ উদ্যানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক চিত্রকর্ম প্রদর্শনীতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে কখনও জোয়ার কখনও ভাটা থাকে। বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ২১ বছর আমরা ভাটায় ছিলাম। আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও এক ভয়াল পরিস্থিতিতে ভাটায় ছিলাম।

ভোটের কাছে সংলাপ হবে কি না, জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, সংলাপের কী প্রয়োজন? নির্বাচন হতে তো কোনো সমস্যা নেই। বিএনপি কী জাতীয়তাবাদী নির্বাচন কমিশন চায়? কমিশনে তো তাদের প্রতিনিধি আছে। তারা তো চায় তাদেরকে নির্বাচনে জয়ের নিশ্চয়তা দিতে হবে, তাহলে তারা নির্বাচনে আসবে।

সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপির দাবির বিষয়ে কাদের বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন আওয়ামী লীগ চায় না, এটা কখনো কি তাঁরা বলেছেন? তবে আওয়ামী লীগ কাউকে টেনে নির্বাচনে আনবে না। সব গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা প্রত্যেক দলের রাজনৈতিক অধিকার। এটা করুণার কোনো বিষয় নয়। করুণা বা দয়ায় কেন বিএনপি নির্বাচনে আসবে। এটা করাটা তাদের অধিকার।

ওবায়দুল কাদের বলেন, আমরা দেশের উন্নয়নে কাজ করছি, যা দেশে-বিদেশে সমাদৃত হচ্ছে, প্রশংসিত হচ্ছে। এসব অর্জন সব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অর্জিত হয়েছে। এটা তো অভূতপূর্ব সাফল্য। সে কারণে এ সংবর্ধনা কৃতজ্ঞ জাতির পক্ষ থেকে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল অলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম ও  দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.