শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ক্যাম্পাস বন্ধের আহ্বান -ইশা ছাত্র আন্দোলন, ঢাবি শাখা

যা যা মিস করেছেন

করোনা ভাইরাসের বৈশ্বিক প্রকোপের কারণে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়কেও বন্ধের আহ্বান জানিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক জালালুদ্দিন মুহাম্মদ খালিদ।
তারা এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকৃত পরিস্থিতি আমদের কাছে স্পষ্ট না। সরকার জনগণের মধ্যে একধরনের ধোঁয়াশা সৃষ্টি করে রেখেছে। দ্রুত ছড়িয়ে পরা এ ভাইরাসটির মহামারী সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় জনগণের মধ্যে দিনদিন আতঙ্ক বেড়েই যাচ্ছে।
তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জনবহুল বিশ্ববিদ্যালয়। এখানে কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী একসাথে শিক্ষা-কার্যক্রম পরিচালনা করছে। তাছাড়াও একটি বড়সংখ্যক শিক্ষার্থী একসাথে হলগুলোতে আবাসিক অবস্থান করছে। হলের গণরুমগুলোতেও ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি শিক্ষার্থী অবস্থান করছে। প্রতিদিন শহরের নানা প্রান্ত থেকে কয়েকশ মানুষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় জমায়। ফলে এ মহামারিতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খুব অল্প সময়ের ব্যবধানেই ছড়িয়ে পরতে পারে।
কিন্তু এব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ না নেয়ায় আমরা বিস্ময় প্রকাশ করছি। প্রশাসনের এমন নির্লিপ্ততা কোনোভাবেই দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ হতে পারে না।
এসময়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আহ্বান জানান যে, ক্যাম্পাসে মহামারী এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ রাখা হোক এবং সাথে সাথে প্রবেশপথগুলোতে থার্মাল স্ক্যানার বসানোর ব্যবস্থা নেয়া হোক।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security