ইসরায়েল-ফিলিস্তিনের সাম্প্রতিক সংঘাতের পর নতুন করে জীবনযুদ্ধে নেমেছেন গাজা উপত্যকার বাসিন্দারা। ধ্বংসস্তূপে কেমন করে তারা বসবাস শুরু করেছেন। বাসার বদলে তাঁবু এক ছবিতে দেখা যায়, ভেঙে পড়া বাসার ধ্বংসস্তূপের ওপরে তাবু গেড়ে বসে আছেন জাওয়ারা নামের এক ব্যক্তির পরিবারের সদস্যরা। রাতের আঁধারে মোমবাতির আলোই তাদের সম্বল। অন্ধকারে আলো আরেকটি ছবিতে দেখা গেছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলের একটি ঘর। আশপাশে কোথাও আলো নেই। শুধু একটি বাসার আলো দেখা যাচ্ছে। সেই বাসার একটি ছেলেকেও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পতাকা দেখা গেছে, ইসরায়েলের বিমান হামলায় ভেঙে পড়েছে গাজা উপত্যকার বহু বাড়িঘর। এমনই এক ভবনের উপরে উড়ছে ফিলিস্তিনের পতাকা। পড়ে আছে শুধু বিছানা একটি ছবিতে…
Author: Saizul Amin
চট্টগ্রামের পটিয়া উপজেলার মুক্তিযোদ্ধা কমাণ্ডার, সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহম্মদকে হত্যার হুমকিদাতা হুইপ শামসুল হক চৌধুরী এমপিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার এবং সংসদ সদস্য পদ শূন্য ঘোষণাসহ দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এরপর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে সংগঠনের নেতৃবৃন্দ। আজ রবিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও দেশবরেণ্য ভাস্কর শিল্পী…
চলমান ‘লকডাউন’ বা বিধি-নিষেধ আগামী ১৬ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। রবিবার (৬ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। জানা গেছে, পূর্বের শর্ত রেখে লকডাউন বাড়ানো হচ্ছে। আর স্থানীয় প্রশাসন নিজ নিজ এলাকায় লকডাউন দিতে পারবে। স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সুযোগ রেখে সবশেষ ৬ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়। এছাড়া হোটেল-রেস্তোরাঁ ও খাবার দোকানগুলোতে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দেওয়ার সুযোগ রাখা হয়।
রাষ্ট্রীয় আইন বা শরিয়ত আইন কোন আইনে মামুনুল হকের বিয়ে বৈধ হয়নি। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। তিনি বলেন, বিয়ের সাক্ষী, কাবিননামা দেনমোহর এমন কি কোন লিখিত কিছুই মামুনুল হকের কাছে নেই। তার একাধিক বাড়িঘর ও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে যার কোন আয়ের উৎস তিনি দেখাতে পারেননি। প্রতিমাসে সে এক কোটি টাকা অনুদান পেত। ধারণা করা হচ্ছে সেই অনুদানের টাকা দিয়েই সে বাড়িঘর করেছে।
স্টাফ রিপোর্টার: ৬ জুন রবিবার ওয়াবদা রোড বিলপাড় মাঠে সুনামগঞ্জ ৭১ টিভির ব্যবস্থাপনায় “শাহীন ট্রের্ডাস মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মানব তালুকদার, শামসুল কাদির মিছবাহ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ আমিনুল হক, পৌর কলেজের প্রভাষক কাঞ্চন বৈধ্য । উপস্থিত ছিলেন শাহীন ট্রের্ডার্স এর সত্বাধিকারী ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, পরিচালনা কমিটির আসাদ, শাহরিয়ার, ইমন, নোহান ৷ খেলায় ২২টি টিম অংশ গ্রহন করেছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৮৩৯জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৬৭৬জন। মোট শনাক্ত ৮ লাখ ১০ হাজার ৯৯০ আজনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৮৯৭জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৫১হাজার ৩২২জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৫০৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫২৯টি নমুনা সংগ্রহ এবং১৫ হাজার ৬১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬০ লাখ ৪৯হাজার ৮৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৭৩শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৪বশতাংশ…
চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের টিকার দাম প্রকাশ নিয়ে দেশজুড়ে চলছে তুমুল আলোচনা। শর্ত ভেঙে চীনের সিনোফার্মের টিকার দাম প্রকাশ করার পর কার্যত ক্ষমা চাইতে হয়েছে বাংলাদেশকে। এরই মধ্যে সামনে এলো নতুন তথ্য। ঢাকায় চেনের দূতাবাসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, টিকার ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ ও সিনোফার্মের মধ্যে কোনো চুক্তিই হয়নি। এ ব্যাপারে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান। প্রসঙ্গত, গত ২৭ মে মন্ত্রিসভা কমিটির বৈঠকে চীন থেকে সিনোফার্মের করোনা টিকার দেড় কোটি ডোজ কেনার প্রস্তাব অনুমোদন হয়। সরকার এ টিকার প্রতি ডোজ ১০ ডলারে কিনতে যাচ্ছে বলে বৈঠকের পর…
করোনার (কোভিড-১৯) সময়ে বাংলাদেশে ইন্টারনেটের প্রয়োজনীয়তা বেড়েছে। বিশেষ করে পড়াশোনা, ঘরে বসে অফিসের কাজ করার জন্য ইন্টারনেটের চাহিদা বাড়ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে ‘এক দেশ, এক রেট’ এই নামে ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই সেবা চালু হলে রাজধানী ঢাকাসহ পুরোদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের একই দাম হবে। এতে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তিনটি প্যাকেজ থাকবে। আজ রবিবার এক অনুষ্ঠানে এসব প্যাকেজের দামের বিষয়ে জানাবে বিটিআরসি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। তিন প্যাকেজের দামের বিষয়ে বিশ্বস্ত একটি সূত্র জানায়, মাসে সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হতে পারে প্রথম প্যাকেজে। এর গতি হতে পারে ৫ এমবিপিএস। আর দ্বিতীয় প্যাকেজে…
লস এঞ্জেলস থেকে ন্যাশভিলে যাচ্ছিল ইউএস বিমানের একটি ফ্লাইট। কিন্তু হঠাৎই ঘটে বিপত্তি। উড়ন্ত বিমানে এক যাত্রী ককপিটে যাওয়ার চেষ্টা করে। একারণে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর অ্যালবুকার্কে বিমানটি জরুরি অবতরণ করা হয়। রবিবার (৬ জুন) এনডিটিভির খবরে বলা হয়েছে, বিমানটি জরুরি অবতরণ করার পর হাত-পা বেঁধে ওই ব্যক্তিকে বিমান থেকে নামানো হয়। কিন্তু কী কারণে তিনি ককপিটে যেতে চেয়েছিলেন তা জানা যায়নি। শুক্রবার ওই ঘটনার পর এক ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি বার বার চিৎকার করছিলেন, ‘বিমান থামাও, বিমান থামাও’। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন থেকে বিষয়টা নিশ্চিত করে জানানো হয়, দ্য ডেল্টা ফ্লাইট-৩৮৬ বিমানটি ন্যশভিল থেকে রওনা দেওয়ার পর এমন ঘটনা…
বিশ্বজুড়ে গতবছর থেকে হাহাকার সৃষ্টি করা করোনাভাইরাস (কোভিড-১৯) গত দেড় বছরে বহুবার মিউটেট করেছে বা চরিত্র বদল করেছে। সেই নিয়ে গবেষণাও চালাচ্ছেন গবেষকেরা। সেই সংক্রান্ত এক গবেষণা চলাকালীনই জানা গেল, এক এইচআইভি পজিটিভ রোগীর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বজায় ছিল ২১৬ দিন পর্যন্ত। সাধারণত কোনও রোগীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি দেখা যায় কয়েক দিন। তবে এইচআইভি পজিটিভ রোগীর মধ্যে এই মারণ ভাইরাস বাসা বেঁধে বাস করে ২১৬ দিন পর্যন্ত। শুধু তাই নয়, সেই রোগীর শরীরেই নাকি করোনাভাইরাস ৩২ বার চরিত্র বদল করেছে বা সেটির মিউটেশন হয়েছে। সেই রোগীর নাম অবশ্য প্রকাশ করা হয়নি। যদিও জানা গেছে, সেই রোগী দক্ষিণ আফ্রিকার বাসিন্দা।…
আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অনেক চাপ সত্ত্বেও মিয়ানমারের যে রাজনীতিকরা রোহিঙ্গাদের অধিকারের বিন্দুমাত্র স্বীকৃতি দিতে রাজি হয়নি, হঠাৎ করে তাদের অবস্থানে নাটকীয় পরিবর্তন বিস্ময়ের সৃষ্টি করেছে। সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারানো অং সান সু চি’র দল এনএলডি-সহ বিরোধী দলগুলোর একটি জাতীয় মোর্চা থেকে গত বৃহস্পতিবার রোহিঙ্গাদের ব্যাপারে এই নাটকীয় ঘোষণাটি দেওয়া হয়। এতে রোহিঙ্গাদের অধিকারের স্বীকৃতি শুধু নয়, ১৯৮২ সালের যে নাগরিকত্ব আইনের বলে তাদের অধিকার হরণ করা হয়, সেটি বিলোপের অঙ্গীকারও রয়েছে। গণতন্ত্রের দাবিতে রক্তাক্ত সংগ্রামে লিপ্ত মিয়ানমারের বিরোধীদলগুলো এখন গড়ে তুলেছে একটি সমান্তরাল সরকার, যেটি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) নামে পরিচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি লাভের জন্য এই…
পর্নো ভিডিও এবং ছবি তৈরির মাধ্যমে শত নারীর সর্বনাশ ঘটিয়ে কানাডায় পালিয়ে যাওয়া ‘সিডি শাহীন’ বাংলাদেশে ফিরে এসেছে। মেতে উঠেছে সেই পুরনো নেশায়। ঢাকার অভিজাত এলাকা সমূহে একেকটি ঘাঁটি বানিয়ে কিশোরী তরুণীদের রমরমা আসর গড়েছেন তিনি। টিকটক, লাইকি’র আদলে অ্যাপস ব্যবহার করে নানারকম ফানি ভিডিওতে অভিনয়ের প্রলোভনসহ আকর্ষণীয় নানা প্রস্তাবে কিশোরী তরুণীদের সংগ্রহ করা হয়। প্রথমদিকে অল্পবিস্তর অভিনয়ের বিপরীতেই তাদের মোটা অঙ্কের সম্মানী ধরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে এ লোভে সাড়া দেওয়া মেয়েদেরই ফেলা হয় নীল ছবির ফাঁদে। পুলিশ গোয়েন্দা ও র্যাব মাঝে মধ্যে অভিযান চালিয়ে পর্নো ভিডিও তৈরির স্টুডিও সন্ধান পায়। সেখান থেকে গ্রেফতারও করা হয়। কিন্তু বন্ধ হয়নি পর্নো…
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোটমানিক গ্রামে বজ্রপাতে মোঃ ফারুক (৪৫) নামের এক কৃষক মারা গেছে। সে এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। এলাকাবাসী জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ফারুক তার পাটের জমিতে সার দিতে যায়। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনা¯’লে তার মৃত্যু হয়। স্থানীয় আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বেনু ঘটনা নিশ্চিত করেছেন।
মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ডুমুরীয়া গ্রামে অবৈধ ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা পরিচালনার অপরাধে জিয়াউর রহমান (৩০) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩ জুন (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম এ জরিমানার আদেশ দেন। জিয়াউর রহমান ওই গ্রামের ইয়ার আলী শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, জিয়াউর রহমান দীর্ঘদিন যাবৎ অবৈধ সংযোগ পরিচালনা করে আসছিল। নিয়ম অনুযায়ী লাইসেন্স ছাড়া এক জেলার নেটওয়ার্ক অন্য জেলায় চালানো যাবেনা। কিন্তু জিয়াউর রহমান প্রভাবশালীদের ছত্রছায়ায় খুলনা ভিশনকে অবৈধভাবে এলাকায় প্রতিষ্ঠিত করার অপচেষ্টায় লিপ্ত ছিল। তার স্বপক্ষে…
তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা শহরে ‘হাই ভোল্টেজ’ বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশ ঘেঁষে অসংখ্য ঘরবাড়ি ও মার্কেটসহ বহুতল ভবন গড়ে উঠেছে। তাই মরন ফাঁদে পরিণত হয়েছে এসব ঝুলন্ত বৈদ্যুতিক তার । সঞ্চালন লাইনে বিদ্যৎস্পৃষ্ট হয়ে ও আগুন লেগে প্রায়ই ঘটছে প্রাণহানির ঘটনা । ফলে এ সকল স্থাপনায় বসাবাসকারীরা জীবনের ঝুঁকিতে রয়েছেন। অনেক বাড়ি ও মার্কেটের পাশ দিয়ে দিয়ে ৩৩ হাজার ও ১১ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইনের খোলা তার বিপজ্জনকভাবে ঝুলে আছে। সমস্যা সমাধানে পৌর ও বিদ্যুৎ কর্তৃপক্ষের ও কোনো ইতিবাচক পদক্ষেপ নেই বলে স্থানীয়দের অভিযোগ। আর জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ লাইনের অন্তত ১০…
তাহিরপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুরে টাস্কফোর্সের অভিযানে সীমান্ত নদী যাদুকাটায় বালুভর্তি ১৮টি নৌকা জব্দের পর তা উন্মুক্ত নিলাম ডেকে বিক্রি করা হয়েছে। শুক্রবার (৪ জুন) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবিরের নেতৃত্বে যাদুকাটা নদীর ঘাগড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৮টি নৌকা জব্দ করে ৪৫ হাজার ঘনফুট বালু উন্মুক্ত নিলামে তোলা হলে স্থানীয়রা এতে অংশ নেন। দুপুর ৩ টা থেকে শুরু হওয়া টাস্কফোর্সের পরিচালিত এ অভিযান রাত ১০টায় জব্দকৃত বালি পাথর উন্মুক্ত নিলাম প্রক্রিয়ার মধ্য দিয়ে বিক্রি করা হয়। যাদুকাটা নদীতে টাস্কফোর্সের অভিযান চলাকালে বাদাঘাট ইউনিয়নের ঘাগরা নামক স্থানে ৪৫,০০০ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়। এ বালি উন্মুক্ত নিলামে…
তানভীর আহমেদ::তাহিরপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মৎস অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১অর্থ বছরে পোনা মাছ অবমুক্ত করন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার(০৩,জুন) বিকেলে উপজেলার শনির হাওরে বিল নাসার্রী তৈরি করে পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, উপজেলা কৃষি অফিসার হাসান উদ দোলা,উপজেলা মৎস্য অফিসার মোঃ সারোয়ার,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন প্রমুখ।
মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে আড়িয়া বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় আমছের আলী (৫৬) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। নিহত আমছের আলী উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ পশ্চিমপাড়া গ্ৰামের মৃত বেল্লাল মুন্সির ছোট ছেলে। স্থানীয়রা জানান, গত ৫ জুন শনিবার সকাল ৬ টায় নিহত আমছের আলী ৩টি চালকুমড়া ও কিছু আম বিক্রির জন্য আড়িয়া বাজারে নিয়ে আসেন। রাস্তা পারাপারের সময় হঠাৎ বগুড়ামূখী একটি মাইক্রোবাস তাকে স্বজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান এবং একটি পা ভেঙ্গে যায়। ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পেশায় তিনি কৃষি কাজ করতেন বলে জানা যায়। হাইওয়ে পুলিশ ক্যাম্পের…
মোঃ আরাফাত রহমান, জাককানইবি প্রতিনিধি: ইকো নেটওয়ার্ক দ্বারা সংগঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জলবায়ু ও দুর্যোগ স্টাডি ইউনিট – এর দায়িত্বে এসেছেন নতুন তিন জন । তারা হচ্ছেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোস্তারি মিশু, সাখাওয়াত হোসেন সাকিব ও ইশতিয়াক আহমেদ ইমন । আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে তারা এই সংঠনটির নেতৃত্ব দেবেন । ইকো নেটওয়ার্ক পরিবেশ সংক্রান্ত তরুণদের নিয়ে একটি ভলেনটিয়ার অর্গানাইজেশন। ওয়েব সেমিনারে প্রকৃতি, ইকোসিস্টেম ও দূর্যোগ এই তিনটার সাথে সম্পর্ক করে কীভাবে পরিবেশেকে সহনীয় পর্যায়ে রাখা যায় এবং দূর্যোগের সময় সহাবস্থান নিশ্চিত করা যায় এইসব বিষয়সমূহ উপস্থাপন করা হয়। ইকো নেটওয়ার্ক শুরু থেকেই পরিবেশ, ইকোলজি সহ…
যদি আবার দেখা হয় এই ছায়া ঢাকা সবুজ প্রান্তরে। জৈষ্ঠ্যের দাবদহকে বুড়ো আঙুল দেখিয়ে ঘুঘুর ঠোঁটের মতো জমে থাকা প্রেম তৃষ্ণা নিয়ে তোমার সাথে দিনান্তে হারাবো পথের পর পথ। যদি আবার দেখা হয় নির্জন এই প্রান্তে। খালের ধারের সব ভাটফুলে সাজাবো তোমার মুখয়ব। বাবলার চিরল চিরল পাতাতে সাজাবো তোমার ভ্রযুগল। তেলাকুচোর লাল পাকা ফলে রাঙাবো তোমার বারুদের ওষ্ঠ। ঢোলকলমির বেগুনীতে সাজাবো তোমার গ্রীবার তল। তারপর দূর বহুদূরের প্রান্তের সব থেকে উঁচু জমির আইলের সবুজ দুর্বাঘাসে হবে তোমার আর আমার বসার মাদুর। যদি আবার দেখা হয় হিজলের বনে, জারুলের তলে নাগকেশরের গানে, অলকানন্দার হলুদে, সবুজ কলাপাতার সকালে। চৈত্রের জল তেষ্টাতে মরা…