আগামী ১১ এপ্রিল ওসমানী স্মৃতি মিলনায়তনে পূর্ব নির্ধারিত স্বাধীনতা পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।
Author: Saraban Tohura
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ অর্থনীতিসহ সকল ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। প্রতিমন্ত্রী আজ গ্রামীণ ফোনের ডিজিটাল স্কিলস একাডেমি জিপি এক্সপ্লোরার্স ২.০ এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির কল্যাণে পৃথিবী দ্রুত পরিবর্তন হচ্ছে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বের সাথে নিজেদের খাপ খাইয়ে নিলেই চলবে না। প্রযুক্তিজ্ঞান আহরণের মাধ্যমে নেতৃত্বের জায়গা তৈরি করে নিতে নিজেদের প্রস্তুত করতে হবে। তরুণদের প্রতিনিয়ত জ্ঞান অর্জন করতে হবে উল্লেখ করে তিনি বলেন চতুর্থ শিল্প বিপ্লবের এ সময় একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করে জীবনের…
করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে দেশের সকল মসজিদসমূহে জুমা ও ওয়াক্তের নামাজ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আগে ও পরে গণজমায়েত নিরুৎসাহিত করাসহ কিছু শর্ত প্রতিপালনের জন্য সকল ধর্মপ্রাণ ব্যক্তিকে অনুরোধ করা হয়েছে। জুমা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে ও পরে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার সভা ও সমাবেশ করা যাবে না। মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক তারাবিহ্সহ অন্যান্য নামাজ আদায় করতে হবে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রার্থনা করতে হবে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপন এবং মন্ত্রিপরিষদ বিভাগের তারিখের নির্দেশনা মোতাবেক ধর্ম…
একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, লোকসংগীত শিল্পী ও গবেষক ইন্দ্রমোহন রাজবংশীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ। আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বরেণ্য শিল্পীর শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে ইউরোপ সফররত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে মন্ত্রী প্রয়াত শিল্পীর অসুস্থ সহধর্মিণী দীপ্তি রাজবংশীর সুস্থতা কামনা করেন। ড. হাছান মাহ্মুদ তাঁর শোকবার্তায় বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ইন্দ্রমোহন রাজবংশীর সংগীত ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী বাঙালির জন্য ছিল অনন্য অনুপ্রেরণা। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে ২০১৮ সালে…
আলাউদ্দিন হোসেন,পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের মহুরিপাড়ায় সড়ক পথ দখল এবং গর্ত তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে গর্ত তৈরি, সড়ক পথ দখল করে ঘর নির্মাণ ও গাছ লাগানোর সত্যতা পাওয়া গেছে একটি পরিবারের বিরুদ্ধে। পরিবারটির দখলের কারণে ৩০ ফুট প্রশস্ত সড়কটি সংকীর্ণ হয়ে মাত্র ১০ থেকে ১২ ফুটে এসে ঠেকেছে। ভুক্তভোগী এলাকাবাসী জানান, মহুরিপাড়ার মৃত মহির উদ্দিনের ছেলে মোঃ সোলেমান প্রাং ও তার পুত্র আব্দুল জব্বার প্রাং মহুরিপাড়া সড়কের পাশে অবৈধভাবে ঘর নির্মাণ করে এবং গাছ লাগিয়েই শুধু ক্ষান্ত হয়নি, তারা গর্ত খুঁড়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। তারা আরও জানান, বাবা-ছেলের একগুয়েমি,…
মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ ০৬ই-এপ্রিল-২০২১ইং, মঙ্গলবার, সকাল ১১টায়, বগুড়ার শেরপুর উপজেলায় জনপ্রশাসন পদক প্রাপ্ত ভেটেরিনারি সার্জন, তরুণ প্রজন্মের আইকন, প্রাণিসম্পদ এর উজ্জ্বল নক্ষত্র ডাঃ মোঃ রায়হান পিএএ কে শেরপুর উপজেলার বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে বিভিন্ন জায়গায় কর্মরত এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সমাজকল্যাণমূলক সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব শেরপুর (পুসাস) পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন পুসাসের সদস্য বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পুসাসের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ তাওহীদুল ইসলাম সুমন, পুসাসের সাধারণ সম্পাদক শওকত শামীম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম সৌরভ, অর্থ বিষয়ক সম্পাদক মুজাহিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক…
বিশ্বব্যাংক- আইএমএফ এর চলমান স্প্রিং মিটিং ২০২১ এর অংশ হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মু্স্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ও বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মি. হার্টউইগ শ্যেফার এর নেতৃত্বে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের মধ্যে গতকাল সন্ধ্যায় এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য অর্থমন্ত্রী, অর্থসচিব ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব অংশগ্রহণ করেন। অন্যদিকে, বিশ্বব্যাংকের পক্ষে মি. হার্টউইগ শ্যেফার ও মিজ মার্সি মিয়াং টেম্বন অংশগ্রহণ করেন। সভার শুরুতে অর্থমন্ত্রী বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগীতার জন্য কৃতজ্ঞতা জানান। অর্থমন্ত্রী কোভিড-১৯ মহামারি মোকাবিলার লক্ষ্যে বিশ্বব্যাংকের গৃহীত দ্রুত ও সময়োযোগী বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন। চলমান করোনা মহামারির কারণে দেশের ক্ষতিগ্রস্হ…
স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দেশে-বিদেশে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল সোমবার (০৫ এপ্রিল) রাতে রাজধানীর বেইলী রোডের সরকারি বাসভবন থেকে জার্মান আওয়ামী লীগ আয়োজিত ‘ইসলামে উগ্রবাদের স্থান নেই, ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করুন’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। এসময় মন্ত্রী বলেন, ‘১৯৪৭ সালে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ভুলভাবে সৃষ্ট রাষ্ট্রের মৃত্যুবীজ অঙ্কুরেই বপন হয়েছিল। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোন রাষ্ট্রব্যবস্থা যে স্থায়ী হতে পারে না, তা সেসময় দ্রুত প্রমাণ হতে শুরু হয়েছিল। সে কারণে ভাষার ভিত্তিতে ‘বাঙালি জাতীয়তাবাদ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের সকল মানুষের জন্য একক…
গণমাধ্যমে বাণিজ্যিক বাজার প্রতিনিয়ত ব্যাপক বিস্তৃত হচ্ছে। প্রতিযোগিতাপূর্ণ এ সম্প্রচার শিল্পে জনপ্রিয়তার উপর নির্ভর করে বিজ্ঞাপনের দর নির্ধারিত হয়। টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) নিরুপণের মাধ্যমে টিভি চ্যানেলের জনপ্রিয়তা অর্থাৎ দর্শক শ্রোতার সংখ্যা যাচাই করা হয়। বর্তমানে বাংলাদেশে যে সকল প্রতিষ্ঠান টিআরপি কার্যক্রম পরিচালনা করছেন তারা কেউই বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত নয়। টিআরপি নিরুপণে সচ্ছতা আনয়নের জন্য বিজ্ঞানসম্মত উপায় অনুসরণ করতে দেশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারিগরি সহযোগিতায় উন্নত প্রযুক্তিতে টিআরপি নির্ধারণের আবশ্যকতা রয়েছে। এ প্রেক্ষাপটে, একটি সুশংখল, মানসম্মত ও প্রতিযোগিতামূলক প্রচার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) নির্ধাণের প্রতিষ্ঠান নির্বাচন, কারিগরি সহায়তা প্রদান ও কার্যক্রম মনিটরিং করার জন্য তথ্য ও…
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ছাগল চুরির মামলায় থানা পুলিশ ২ যুবককে হাতেনাতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। ৩ এপ্রিল শনিবার উপজেলার উপজেলার কাশাদহ গ্রামের জামালের একটি মা ছাগল চুরি করে হাতেনাতে ধরাপড়ে নাগরপুর গ্রামের ছামাদের ছেলে রাকিব (২৮), বাবনাপাড়া গ্রামের সামছুলের ছেলে সজীব (২৫)। গ্রেফতারকৃতদের স্বীকারউক্তি অনুযায়ী ছাগল চুরির সময় তাদের সাথে আরো ছিল দক্ষিন নাগরপুর গ্রামের শুকুরের ছেলে অকির (অকিব) (২৫)। তারা আরো বলে, নেশার টাকা জন্য আমরা ৩ জন গাঁজা খাওয়ার সময় পরিকল্পনা করি, রাস্তার পাশে দড়ি দিয়ে বাঁধা ছাগল চুরি করে বিক্রি করে আবার নেশা করবো। পরিকল্পনা অনুযায়ী ছাগল চুরি করে মোটরসাইকেল যোগে পালানোর…
আঃরহিম,শরনখোলা থানা প্রতিনিধিঃ স্বামীর যৌতুকের চাপ ও শ্বশুর-শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন নববধূ মাহফুজা আক্তার (১৮) । বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলায় সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে । মাহফুজা তার বাবা সালেহ আহম্মদ আকনের বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দেন। পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পরে পুলিশ হাসপাতাল থেকে ওই নববধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মা মাজেদা বেগম জানান, আট মাস আগে পার্শ্ববর্তী সোনাতলা গ্রামের জাকির মল্লিকের ছেলে…
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ সফরকালে নিখুঁত ও চমৎকার আয়োজনের জন্য বাংলাদেশ সরকার ও পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এক ধন্যবাদপত্রে নরেন্দ্র মোদি উল্লেখ করেন যে, সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাঁর আলোচনা ও মত বিনিময়ে তিনি আনন্দিত। অত্যন্ত আকর্ষণীয়ভাবে গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজনের জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফর করেন।
রেলপথ মন্ত্রণালয়ের ৯ এপ্রিলের নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত ঢাকা, ২১ চৈত্র (৪ এপ্রিল) : রেলপথ মন্ত্রণালয়ের সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ডাটা এন্ট্রি অপারেটর পদে আগামী ৯ এপ্রিল এর লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
নষ্ট এবং ভন্ড নেতৃত্ব বর্জন করতে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্যাবল অপারেটর নেতৃবৃন্দের সাথে বৈঠকের পূর্বে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। ড. হাছান বলেন, ‘মামুনুল হকসহ যে সমস্ত নেতৃবৃন্দ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে এবং হেফাজতে ইসলামের যে নেতারা তাদের সমর্থন করেন তাদের কেমন লাগছে জানি না, কিন্তু মামুনুল হককে নিয়ে গতকালের ঘটনাপ্রবাহে আমার প্রচণ্ড লজ্জা লাগছে।’ ‘আমি দেশের নাগরিক এবং একজন…
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোকবাণীতে রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় মৌসুমের প্রথম বিধ্বংসী ঝড়ে ঘরবাড়ি গাছপালা সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । সেই সাথে ঝড়ে গাছ চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা। নষ্ট হয়েছে আমন ধানের গাছসহ বিভিন্ন ফসল। এদিকে ঝড়ের তাণ্ডবে নিহতরা হলেন সুন্দরগঞ্জের ময়না বেগম, পলাশবাড়ীর আবদুল গাফফার মিয়া ও জাহানারা বেগম। ঝড় হওয়ার পর জেলাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, ‘হঠাৎ করেই জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া দমকা হাওয়ায় কোথাও কোথাও বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়েছে। নষ্ট হয়েছে আমন ধানসহ বিভিন্ন ফসল। ‘গাছ চাপা পড়ে সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলাতে দুই নারীসহ…
খ.ম. নাজাকাত হোসেন সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্বাধীনতা উদ্যান থেকে সামাজিক দূরত্ব মেনে একটি র্যালী বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। মৎস্যজীবী, মৎস্য চাষী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ র্যালীতে অংশগ্রহন করেন। র্যালী শেষে জাটকা সংরক্ষণে প্রচারাভিযানের উদ্বোধন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি। এসময় বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক শেখ সবুর হোসেন, সদস্য সচিব শেখ সেলিনা ভানু সেলি, উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী, সদর উপজেলা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের…
আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে টানেলের ভেতর ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩৬ নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, এক্সপ্রেস ট্রেনটি রাজধানী তাইপে থেকে তাইটং যাচ্ছিল। ট্রেনে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে অনেকেই ছিলেন পর্যটক। ফায়ার ব্রিগেডের তথ্যানুসারে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশিরভাগের অবস্থাই সংকটাপন্ন। ইতিমধ্যে ৮০ থেকে ১০০ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতরে এখনো অনেক মানুষ আটকে আছেন। আটক লোকজনকে উদ্ধারে জোর তৎপরতা চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যান ২য় বারের মতো আবারও মাত্র ৫ মাস খোলা থাকার পর বন্ধের ঘোষণা। করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত জনপ্রিয় এ পর্যটন স্পটটি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে সাতছড়ি জাতীয় উদ্যান বন্ধের বিষয়টি দিনরাতনিউজকে নিশ্চিত করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিৎ চন্দ্র দাশ করোনাভাইরাস সংক্রমণ বড়ে যাওয়ায় ১ এপ্রিল মধ্যরাত থেকে ১৫ এপ্রিল পর্যন্ত জেলা প্রশাসক ইশরাত জাহান সাতছড়ি জাতীয় উদ্যান বন্ধ ঘোষণা দিয়ে ১টি গণবিজ্ঞপ্তি জারি করেছে। সাতছড়ি জাতীয় উদ্যানের বন কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, সরকারি নির্দেশনা অনুয়ায়ী ১ এপ্রিল থেকে সাতছড়ি উদ্যানে দর্শনার্থী প্রবেশ…
আশরাফুল হাসান ,ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে গলায় ওরনার ফাঁস লেগে ১২ দিন পর যশোর সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করল মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তিন্নি। সে মহেশপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের হঠাৎ পাড়ার বাসিন্দা। জানা গেছে মহেশপুর হাসপাতালের পিছনে হঠাৎ পাড়ার বাসিন্দা সুফিয়ার মেয়ে তিন্নি (১৪)। গত ১৮ মার্চ ২০২১ ইং তারিখ সকালে ভ্যান যোগে যাওয়ার সময় গলায় ওরনা জড়িয়ে গলায় ফাঁস লেগে মারাক্তক জখম হয়। সাথে সাথে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা নেয়, এসময় তার অবস্থা অবনতি হলে ঢাকায় রেফার করে সেখানে কিছুটা সুস্থতা অনুভব করলে আবারো মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।…