কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাকা রাস্তায় বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
এ অভিযানে আটককৃতরা হলেন- নেত্রকোনার বাসিন্দা মো. জিয়াউর রহমান (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দাদ্বয় নাজিম উদ্দিন (২২) ও মো. লিটন (২২)।
র্যাব-১৪-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৪-এর একটি আভিযানিক দল গত শুক্রবার দিনগত রাত ২টা ২০ মিনিটের দিকে সান্দিকোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি সন্দেহভাজন মিনি ট্রাককে সিগন্যাল দিয়ে থামানো হয়। পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা ট্রাকে মাদক থাকার কথা স্বীকার করেন।
র্যাব জানায়, মিনি ট্রাকটির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ ৪০ হাজার টাকা। মাদক বহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করার পাশাপাশি মাদক কেনাবেচায় ব্যবহৃত নগদ এক হাজার ৭০০ টাকা এবং দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।


