দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণার দাবিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় টানা দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ জানিয়েছেন সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হতে থাকেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে কর্মচারীরা তাদের ন্যায্য দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের স্থানীয় নেতা আব্দুল লতিফ আব্বাসী, আহসান উল্লাহ আরিফ, মো. শাহআলম ও দ্বীন মো. সালাউদ্দিন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বজলুল কাদের এবং প্রধান শিক্ষক এমদাদ হোসেনসহ অনেকে।

বক্তারা তাদের কষ্টের কথা তুলে ধরে বলেন, “বিগত ১০ বছর ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এই সময়ের ব্যবধানে জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়েছে। মাত্র ৮ থেকে ১০ হাজার টাকা বেতনে বর্তমান বাজারে টিকে থাকা একজন সরকারি কর্মচারীর জন্য অসম্ভব হয়ে পড়েছে।”

সমাবেশ থেকে সরকারকে সরাসরি হুশিয়ারি বক্তারা বলেন, “এর আগেও সরকার আশ্বাস দিয়েছিল কিন্তু বেতন কাঠামো পরিবর্তন করেনি। আগামী ৩০ জানুয়ারির মধ্যে যদি নবম জাতীয় পে-স্কেল ঘোষণা করা না হয়, তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মবিরতিসহ কঠোর থেকে কঠোরতর কর্মসূচি পালন করা হবে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version