ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ আগমনকে ঘিরে জেলার ভালুকা উপজেলায় সৃষ্টি হয় উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে তাকে দেওয়া হয় উষ্ণ অভ্যর্থনা।
সকাল থেকেই মহাসড়কের দু’পাশে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে অবস্থান নেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানের গাড়িবহর এলাকায় প্রবেশ করলে জনতার উচ্ছ্বাসে মুহূর্তেই মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এসময় তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তার এক ঝলক দেখার আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে নেতাকর্মী ও সাধারণ মানুষ। ভালোবাসা ও আবেগের মেলবন্ধনে ভালুকা পরিণত হয় এক ব্যতিক্রমধর্মী রাজনৈতিক সমাবেশে। অভ্যর্থনাকালে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
কড়া নিরাপত্তার মধ্যেই শান্তিপূর্ণভাবে অভ্যর্থনা পর্ব সম্পন্ন হয়। এরপর তারেক রহমানের গাড়িবহর ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করে। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান বলেন, “দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতাকে কাছে পাওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে। এই সফর ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি।” দীর্ঘ বিরতির পর তারেক রহমানের এই আগমন ময়মনসিংহ অঞ্চলের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এমন প্রত্যাশাই এখন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের।


