মোঃনাজমুল হাসান (অপু)। বরগুনা প্রতিনিধিঃ
আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদারমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সৃজনশীল সমাজ গঠনের লক্ষ্যে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে চলমান রয়েছে কঠোর অভিযান। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সর্বাত্মক মাদকবিরোধী অভিযানের নির্দেশনা প্রদান করেছেন।
আজ২৭ জানুয়ারি ২০২৬ খ্রি. বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) বিকাশ কর্মকার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আমতলী থানার ০৭ নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডস্থ তারিকাটা গ্রামের তারিকাটা বাজার সংলগ্ন এলাকা থেকে মোঃ আবুল বাশার মিয়া (৪৭) নামের এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


