দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে করণীয় নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নাজিরপুর প্রোগ্রাম অফিসের প্রোগ্রাম অফিসার তাপসী সাংমা। 

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ​সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান,  ​কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন, ​নান্দাইল ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং।

​বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বাল্যবিবাহ ও শিশুশ্রম বর্তমান সমাজের জন্য একটি অভিশাপ। এই সামাজিক ব্যাধিগুলো শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করছে।” 

তারা আরও বলেন , শুধুমাত্র আইনের প্রয়োগ দিয়ে এটি নির্মূল সম্ভব নয়; বরং প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 

​”শিশুদের অধিকার নিশ্চিত করতে হলে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।” বলে উল্লেখ করেন বক্তারা।

​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নান্দাইল ওয়ার্ল্ড ভিশন অফিসের কাজল দে, মো. মোবিন উদ্দিন, ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক ও ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম। 

এছাড়াও কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​সভার শেষে উপস্থিত সকলে নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version