দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিভাগীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) অভিযোগকারী সোহাগ মিয়া প্রীতম ও অভিযোগ গ্রহণকারী নির্বাহী প্রকৌশলী তারা দুজনের অভিযোগ প্রদান ও গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছন।

আবেদন সূত্রে জানা গেছে, উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন তার অফিস কক্ষে নিজ টেবিলে বসে একজন ঠিকাদারের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ গ্রহণ করেছেন। সম্প্রতি ঘুষ আদান-প্রদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট মহলে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

নেত্রকোনা সদরের গজিনপুর এলাকার বাসিন্দা মো. সোহাগ মিয়া প্রীতম গত ২৬ জানুয়ারি এই লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন যে, সরকারি কর্মচারীদের এ ধরনের অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ড শুধু সরকারি আচরণবিধির পরিপন্থীই নয়, বরং সরকারের ভাবমূর্তি এবং দপ্তরের সুনাম চরমভাবে ক্ষুণ্ণ করছে। জনস্বার্থে এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।

আবেদনে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রচলিত আইনে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আবেদনকারী মনে করেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।

নেত্রকোনা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, “আপনাদের (অভিযোগকারী) মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমাকে কেউ কোনো কপি (অনুলিপি) দেয়নি। শুধু মৌখিকভাবে বলেছে, শুনি নাই। যেহেতু প্রমাণ (এভিডেন্স) পেলাম, আমরা ব্যবস্থা নিচ্ছি। এখনই যত দ্রুত সম্ভব আমাদের কর্তৃপক্ষকে জানাব। উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছি।”

গত ২৫ জানুয়ারি দিনগত রাতে ‘দ্যা মেইল বিডি ডটকম’ অনলাইন নিউজ পোর্টালে “নেত্রকোনায় ঘুষের টাকা নিয়ে দর কষাকষি: এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনটি জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) সোহাগ মিয়া প্রীতমের দৃষ্টিগোচর হয়। পরে তিনি স্বেচ্ছায় ও স্বপ্রণোদিত হয়ে এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version