দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জরুরি মেরামত ও সংস্কার কাজ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালা ছাঁটাইয়ের জন্য সিলেট নগরের অর্ধশতাধিক এলাকায় সোমবার (২৬ জানুয়ারি) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২৫ জানুয়ারি) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি গোটাটিকর ও জগন্নাথপুর এবং ১১ কেভি বরইকান্দি, স্টেশন, কদমতলী, শিববাড়ী, লালাবাজার, কামারবাজার ও মাসুকগঞ্জ ফিডারের আওতাধীন নগরীর অন্তত ৬২টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— বরইকান্দি পলিটেকনিক ইনস্টিটিউট, সুনামপুর, কামুসনা, ধরাধরপুর, পুরান তেতলী, টেকনিক্যাল রোড, খোজারখলা, বাবনা পয়েন্ট, পুলেরমুখ, ভার্থখলা, ঝালপাড়া, চাঁদনীঘাট, কদমতলী, হুমায়ুন রশীদ চত্বর, দরিয়া শাহ মাজার গেইট, রেলওয়ে স্টেশন, বঙ্গবীর রোড, লাউয়াই, মোমিনখলা, বারখলা, গালিমপুর, কায়স্তরাইল, মুন্সিরগাঁও, মুন্সিবাজার, মনোকুপা, আলমনগর, পিঠাকরা, ফরহাদপুর, শষ্যউড়া, কারারপাড়, গাঙপাড়, ভরাউট, ছমিপুর, বনগাঁও, বেতসান্দি, গোয়ালগাঁও, গোপশহর, হাজরাই, কামালবাজার, পুরানগাঁও, নভাগ, ছোট দিঘলী, ধরগাঁও, বেটুয়ারমুখ, হইদপুর, বাইপাস রোড, মন্দিরখোলা, মোল্লারগাঁও, সদরখোলা, ধানুয়া, ইনাতাবাদ, পাইকারগাঁও, মাসুক বাজার, বাদে আলী, তাজপুর, বাছিরপুর, মিরেরগাঁও, মেদেনীমহল, বসন্তেরগাঁও, গুপ্তেরগাঁওসহ আশপাশের এলাকা।

তবে সাটডাউনকালেও লাইন সচল হিসেবে বিবেচিত হবে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version