নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা ‘২৯তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। এবার বাংলা কবিতায় অসামান্য অবদানের জন্য কবি আব্দুল হাই শিকদার এবং শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল মাসুমকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) নেত্রকোনা সাহিত্য সমাজের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি (১ ফাল্গুন) বসন্তের প্রথম দিনে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় দিনব্যাপী অনুষ্ঠিত হবে ২৯তম সাহিত্য উৎসব। এ উৎসবের বর্ণাঢ্য আয়োজনেই আনুষ্ঠানিকভাবে গুণী এই দুই ব্যক্তিত্বের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
মনোনীত ব্যক্তিবৃন্দ হলেন- কবি আব্দুল হাই শিকদার: ১৯৫৭ সালে কুড়িগ্রামে জন্ম নেওয়া এই কবি একাধারে লেখক, গবেষক এবং বর্তমানে দৈনিক যুগান্তরের সম্পাদক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১২০টি। মানবতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন এই কবি দীর্ঘ সময় ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।
আরেকজন ড. আবদুল্লাহ আল মাসুম: ১৯৭১ সালে নেত্রকোনার মোহনগঞ্জে জন্ম নেওয়া এই গবেষক গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলার মুসলমানদের শিক্ষা, সমাজ ও সংস্কৃতির ওপর গবেষণা করছেন। তাঁর লেখা বেশ কিছু গবেষণা গ্রন্থ বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।
নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিম এবং সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী যৌথ বিবৃতিতে এবারের সাহিত্য উৎসব সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।


