দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল কলমাকান্দার রাজপথ। এই বদলিকে ‘উদ্দেশ্য প্রণোদিত’ আখ্যা দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘সচেতন নাগরিক সমাজ’। এ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে রাজপথে নেমেছেন জামায়াতে ইসলামী, এনসিপি ও মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় কলমাকান্দা উপজেলা মোড় এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও মাসুদুর রহমান দায়িত্ব পালনের সময় এলাকায় প্রশাসনিক স্বচ্ছতা, ন্যায়বিচার এবং জনবান্ধব সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন সৎ ও মানবিক কর্মকর্তার এমন আকস্মিক বদলি সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে।

​মানববন্ধনে বক্তব্য রাখেন- ​জামায়াতে ইসলামীর আবুল কালাম কালামিয়া, ​এনসিপি’র আবু কাওসার, আল মামুন ও শাহপরান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থ বিবেচনা করে অবিলম্বে এই বদলির আদেশ প্রত্যাহার করে তাকে কলমাকান্দায় বহাল রাখতে হবে। অন্যথায় আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

জানা গেছে, ইউএনও’র বদলি নিয়ে বেশ কিছুদিন ধরেই উপজেলায় চাপা উত্তেজনা বিরাজ করছিল। সম্প্রতি তার একটি ফেসবুক স্ট্যাটাস এবং একজন বিতর্কিত কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

​স্থানীয়দের একাংশের দাবি, প্রশাসনের অভ্যন্তরীণ অনিয়ম ও কিছু বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কারণেই তাকে এই বদলির মুখে পড়তে হয়েছে। তবে অন্য একটি পক্ষ মনে করছে, এটি প্রশাসনের একটি নিয়মিত ও স্বাভাবিক বদলি প্রক্রিয়া মাত্র।

​ইউএনও’র বদলিকে কেন্দ্র করে এখন কেবল প্রশাসনিক বিষয় নয়, বরং রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তুঙ্গে। সাধারণ মানুষের দাবি বনাম প্রশাসনিক সিদ্ধান্তের এই লড়াই কলমাকান্দার পরিবেশকে বেশ জটিল করে তুলেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version