দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে চূড়ান্ত লড়াইয়ে টিকে রইলেন ২৫ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এই সংখ্যা নির্ধারিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

​নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনামুল হক এবং ইসলামী ঐক্য জোটের প্রার্থী মো. শরিফ উদ্দিন তালুকদার তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ী) আসন থেকে বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

​রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাঁচটি আসনে প্রথমে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও দাখিল করেন ৩০ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর আবেদন বাতিল হয়। এদের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান চারজন। তিনজন প্রার্থী নিজেদেরকে সরিয়ে নেওয়ায় বর্তমানে নেত্রকোনায় মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা): এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। প্রার্থীদের মধ্যে রয়েছেন- ব্যারিস্টার কায়সার কামাল (বিএনপি), মো. আনোয়ার হোসেন খান (জাতীয় পার্টি), মো. আব্দুল মান্নান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), গোলাম রব্বানী (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. আলকাছ উদ্দিন মীর (কমিউনিস্ট পার্টি) এবং আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া মো. বেলাল হোসেন (জাতীয় গণতান্ত্রিক দল)।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা): এখানে লড়ছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- অধ্যাপক ডা. আনোয়ারুল হক (বিএনপি), এবিএম রফিকুল হক তালুকদার (জাতীয় পার্টি), আব্দুল কাইয়ূম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ফাহিম রহমান খান পাঠান (জাতীয় নাগরিক পার্টি) এবং আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া মো. আব্দুর রহিম (বাংলাদেশ খেলাফত আন্দোলন)।

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া): এই আসনে শুরু থেকে শেষ পর্যন্ত ছয়জন প্রার্থীই টিকে রয়েছেন। প্রতিদ্বন্দ্বীরা হলেন- রফিকুল ইসলাম হিলালী (বিএনপি), মো. দেলোয়ার হোসেন ভূঞা (স্বতন্ত্র/বিএনপি বিদ্রোহী), মো. খায়রুল কবীর নিয়োগী (জামায়াতে ইসলামী), মো. আবুল হোসেন তালুকদার (জাতীয় পার্টি), মো. শামছুদ্দোহা (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) এবং মো. জাকির হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ী): এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর (বিএনপি), মো. আল হেলাল তালুকদার (জামায়াতে ইসলামী), মো. মুখলেছুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), জলি তালুকদার (কমিউনিস্ট পার্টি) এবং আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া চম্পা রানী সরকার (বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি)।

নেত্রকোনা-৫ (পূর্বধলা): সবচেয়ে কম সংখ্যক তিনজন প্রার্থী লড়ছেন এই আসনে। তারা হলেন- আলহাজ্ব মো. আবু তাহের তালুকদার (বিএনপি), মো. নুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া মাসুম মোস্তফা (জামায়াতে ইসলামী)।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version