দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবহিতকরণ বিষয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর ইউনিয়নের মাকরাইল গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার নারী ও পুরুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর নির্দেশনায় মাকরাইল গ্রামের মহিলাদের নিয়ে গনভোটের প্রচারনা ও এর গুরুত্ব নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা তথ্য কর্মকর্তা জান্নাত আরা পপি উপস্থিত সকলকে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ভোট দেয়ার গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন। এতে মাকরাইল গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে তথ্য কর্মকর্তা বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো অপপ্রচার বা বিভ্রান্তিতে যেনো কেউ না পড়েন। সবাইকে সচেতন হতে হবে এবং গ্রামের ধর্মীয় ও সামাজিক নেতবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে মানুষকে উদ্বুদ্ধ আহবান জানান। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণভোট আয়োজনের জন্য প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

পাশাপাশি ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ সহ সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version