দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের উদ্যোগে নেত্রকোনায় বার্ষিক সভা ও কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা পৌর শহরের সাতপাই চক্ষু হাসপাতাল রোডস্থ ফোরামের অস্থায়ী কার্যালয় সংলগ্ন মাঠে বার্ষিক সভা শেষে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয়।

ফোরামের সাধারণ সম্পাদক নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক সোহান আহমেদ কাকন এর সঞ্চালনায় বার্ষিক সভায় সভপতিত্ব করেন ফোরামের সভাপতি ডিবিসি নিউজের সাংবাদিক রাকিবুল ইসলাম লিমন।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের ১০ উপজেলার সকল সদস্যবৃন্দসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন।

এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও নেত্রকোনা পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সর্দার, জেলা বিএনপি’র সভাপতি ডা. মো. আনোয়ারুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. হাফিজুল ইসলাম, নেত্রকোা সদর আসনের ইসালমী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা শরিফ উদ্দীন তালুকদার, নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরাম এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা সদর সার্কেল এসপি সজল সরকার, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, লেখক ও গবেষক আলী আহামদ খান আইয়োব, বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা রেড ক্রিসেন্ট সেক্রেটারী কামরুল হক, ব্যাবসায়ী নেতা এম এ ওয়াহেদ, নেত্রকোনা সদর হাসপাতাল আরএমও মাজহারুল ইসলাম মাজু, নেত্রকোনা চক্ষু হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রেজওয়ানুল হক সায়েম, জেলা প্রেসক্লাবের কোষাধক্ষ্য সুজাদুল ইসলাম ফারাস, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকসহ অনেকেই।

এ ছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি নেতা এস এম মুসা, আলমগীর আহমেদ, কামরুল হাসান খোকনসহ অনেকে।

এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পরে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version