মোঃ রফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার লক্ষ্য’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় বিএনপি সরকার গঠন করলে জনকল্যাণে কী কী পদক্ষেপ নেবে, সেই লক্ষ্যকে সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে এই কর্মশালা পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: আবু হান্নান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল। রাহাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল। ইয়াসিন ইবনে জাবির, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ । কর্মশালায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খান রুবেল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আটপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ টিটু ভুঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ এবং সাবেক জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মান্না। আলোচনার মূল বিষয় প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় হ শাখা ছাত্রদল এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


