জবি প্রতিনিধি: পুরনো ঢাকায় ঐতিহ্যবাহী সাকরাইন বা ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে বেহায়াপনা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে রিকশা মাইকিং কর্মসূচি শুরু করেছে “প্রত্যাশা” মাদকবিরোধী সংগঠন। সোমবার (১২ জানুয়ারি) এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে “প্রত্যাশা” মাদকবিরোধী সংগঠনের উদ্যোগে পুরনো ঢাকার লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, নারিন্দা, ধোলাইখাল, রায়সাহেব বাজার ও কলতাবাজারসহ বিভিন্ন এলাকায় রিকশা মাইকিং কার্যক্রম চালানো হয়। জানা যায়, আগামী ১৪ জানুয়ারি বুধবার পুরনো ঢাকায় সাকরাইন উৎসব উদযাপিত হবে।
প্রতিবছর এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাড়া-মহল্লার বিভিন্ন ছাদে ঘুড়ি উড়ানো হলেও সন্ধ্যার পর কিছু কিছু এলাকার লেন-বাইলেনের বাসাবাড়ির ছাদে সাকরাইনের নামে বেহায়াপনা ও অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগ উঠে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ওড়ানো, ডি-জে পার্টি, ছাদপার্টি এবং উচ্চশব্দে গান-বাজনাসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।
মাইকিংয়ে “একটি বিশেষ ঘোষণা” শীর্ষক বার্তায় এলাকাবাসীর উদ্দেশ্যে সাকরাইনের মূল ঐতিহ্যকে সম্মান জানাতে এবং বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধে নিজ নিজ এলাকা, বাসাবাড়ির ছাদ ও বাড়িওয়ালাদের সচেতন ও সতর্ক থাকার জন্য জানানো হয়। এই প্রচারণামূলক মাইকিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন “প্রত্যাশা” মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ। তিনি জানান, ডিজে পার্টি পুরান ঢাকার ঐতিহ্য নয়। এসব বেহায়াপনা আমরা কখনই সমর্থন করিনা। সাকরাইনের দিন বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই মাইকিং কর্মসূচি চলমান থাকবে।


