দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

লোকমার আহমদ, সিলেট বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভাগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতি সভা আজ (বুধবার) সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভাটি তোপখানাস্থ সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজন করা হয়েছে।

এ প্রস্তুতি সভায় সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সব সদস্য, ছয়টি থানার নেতৃবৃন্দ এবং ৪২টি ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ (যেসব ওয়ার্ডে নির্বাচিত কমিটি নেই, সেসব ওয়ার্ডের আহ্বায়কসহ)-কে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এদিকে দীর্ঘ প্রায় ২২ বছর পর শ্বশুরবাড়ি সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২১ জানুয়ারি তিনি সিলেটে পৌঁছাবেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর। তার সফর সফল করতে প্রস্তুতি শুরু করেছে জেলা বিএনপিও।

এ লক্ষ্যে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আগামীকাল বুধবার সন্ধ্যায় সিলেট মহানগরের মেন্দিভাগস্থ এমরান’স অ্যাসোসিয়েটস কার্যালয়ে আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। এতে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। জানা গেছে, ২১ জানুয়ারি রাতে সিলেটে পৌঁছানোর পর ২২ জানুয়ারি তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

এরপর বেলা ১১টায় সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে জনসভা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা অংশ নেবেন। এছাড়া তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন এবং সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

সফর শেষে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে সিলেটসহ পুরো বিভাগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভাগুলো শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিএনপির নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version