দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

লোকমার আহমদ:

সিলেট সদ্য সমাপ্ত ২০২৫ সালে সিলেট বিভাগে সংঘটিত ৩৫৬টি সড়ক দুর্ঘটনায় ৩৬৪ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৭২ জন। নিহতদের বড় অংশই মোটরসাইকেল চালক ও আরোহী। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, চার জেলার মধ্যে সিলেট জেলাতেই সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি।

আর উপজেলাভিত্তিক হিসাবে প্রাণহানির শীর্ষে রয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলা। ২০২৫ সালে সিলেট জেলায় ১৫৮টি দুর্ঘটনায় ১৫৮ জন নিহত এবং ২৯৯ জন আহত হন। গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে সিলেট-তামাবিল সড়কে ৩১টি দুর্ঘটনায় ২৯ জন, সিলেট-ভোলাগঞ্জ সড়কে ২৭টি দুর্ঘটনায় ২৭ জন, সিলেট-জকিগঞ্জ সড়কে ২৮টি দুর্ঘটনায় ২৮ জন এবং সিলেট-এয়ারপোর্ট সড়কে ৭টি দুর্ঘটনায় ৮জনের মৃত্যু হয়। উপজেলাভিত্তিক হিসাবে জৈন্তাপুর ও দক্ষিণ সুরমা উপজেলায় সমান ২২টি করে দুর্ঘটনা ঘটেছে।

সুনামগঞ্জ জেলায় ৬৮টি দুর্ঘটনায় ৬৭ জন নিহত ও ১৭০ জন আহত হন। এর মধ্যে শান্তিগঞ্জ উপজেলায় ২১টি দুর্ঘটনায় ২৩ জন এবং ছাতক উপজেলায় ১২টি দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারান। মৌলভীবাজার জেলায় ৫৭টি সড়ক দুর্ঘটনায় ৬০ জন নিহত এবং ৭০ জন আহত হন। কুলাউড়ায় ১২টি দুর্ঘটনায় ১৫ জন, বড়লেখায় সাতটি দুর্ঘটনায় ১০ জন এবং শ্রীমঙ্গলে নয়টি দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জ জেলায় ৭৩টি দুর্ঘটনায় ৭৯ জন নিহত ও ৩৩৩ জন আহত হন। এর মধ্যে মাধবপুর উপজেলায় ২১টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হন, যা পুরো বিভাগে সর্বোচ্চ।

নিসচার তথ্যমতে, ২০২৫ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৩২ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৮৬ জন পথচারী এবং ৬৬ জন সিএনজি ও লেগুনার চালক-যাত্রী। নিহতদের মধ্যে পুরুষ ২৭৩ জন, নারী ৫৪ জন এবং শিশু ৩৭ জন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু জানান, স্থানীয় ও জাতীয় দৈনিক, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের তথ্য এবং নিসচার বিভিন্ন শাখার প্রতিবেদন বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে সিলেট বিভাগে ৩৫৯টি সড়ক দুর্ঘটনায় ৩৭৫ জন নিহত এবং ৭০৯ জন আহত হয়েছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version