রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের বিরুদ্ধে নীলফামারীর ডিমলা উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাথর বোঝাই দুইটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) ডিমলা উপজেলার ডালিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট চলাকালে তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় ট্রাক্টর দুইটি আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির এবং জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ ইমাম মোশারফ। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, তিস্তা নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ রক্ষা, অবৈধ পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ডিমলা উপজেলা প্রশাসন ভবিষ্যতেও কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন প্রয়োগ কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয়।


