রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
ডিমলা উপজেলার নাউতারা নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) কাকড়া বাজার, নটাবাড়ি ও শালহাটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি বালুভর্তি ট্রাক্টর জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির।
এ সময় ডিমলা থানা পুলিশের একটি চৌকস টিম এবং গ্রাম পুলিশ অভিযান বাস্তবায়নে সহযোগিতা করে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলা প্রশাসন ডিমলা জানিয়েছে, জনসচেতনতা বৃদ্ধি ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


