নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা, পৌরসভা অঙ্গ ও সহযোগী সংগঠনে আয়োজনে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই দলীয় কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ্ মামুন খান রনি নিজ উদ্যোগে নেত্রকোনা পৌরশহরে চকপাড়াস্থ তার নিজ কার্যালয়ে কোরআন খতম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। বাদ জোহর জামিয়া মিফতাহুল উলূম মাদরাসার শিক্ষার্থী কোরআন খতম করেন। খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া পাঠ করেন মাওলানা কাশেম হুজুর।
এরআগে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে ভীড় করতে শুরু করেন। পরে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন শেষে নেতা-কর্মীরা কালোব্যাজ ধারণ করেন। এ সময় মরহুমার রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ্ তায়ালার দরবারে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয়।
এসময় রনি খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্বগুণ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান স্মরণ করেন। তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়চেতা একজন রাষ্ট্রনায়ক, যিনি দেশের সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন। দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।


