নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পাঁচটি আসনে অন্তত ৩০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তাঁদের মধ্যে ৩ জনপ্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।
মঙ্গলবার (৩০ আগস্ট) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। মনোনয়ন ফরম দাখিলের শেষ সময় ছিল গতকাল সোমবার বিকেল ৫টার পর্যন্ত নেত্রকোনা জেলায় পাঁচটি আসনে যারা যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন-
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে- বিএনপি’র মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় বিষয়কসম্পাদক কায়সার কামাল, একসময় বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান ডিপ্টি, সিপিবি’র মনোনীত প্রার্থী দুর্গাপুর উপজেলা সিপিবি সভাপতি মো. আলকাছ উদ্দিন মীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় (জিএম কাদের) সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন খান শান্ত, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও জেলা কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান (সোহাগ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী মো. বেলাল হোসেন।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে- বিএনপি’র মনোনীত প্রার্থী জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক, জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সাবেক আমির মো. এনামুল হক, এনসিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফাহিম খান পাঠান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আবদুল কাইয়ুম, ইসলামী ঐক্য জোটের প্রার্থী মো. শরিফ উদ্দিন তালুকদার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবিএম রফিকুল হক তালুকদার ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মো. আবদুর রহিম।
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসানে- বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম হিলালী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া, জামায়াতের মনোনীত প্রার্থী মো. খাইরুল কবির নিয়োগী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আবুল হোসেন তালুকদার, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. শামসুদ্দোহা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাকির হোসেন।
নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনে- বিএনপির মনোনীত প্রার্থী মো. লুৎফুজ্জামান বাবর, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান, জামায়াতের মনোনীত প্রার্থী হেলাল তালুকদার, সিপিপি’র মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সিপিবির সদস্য জলি তালুকদার, বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির মনোনীত প্রার্থী চম্পা রানী সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. মুখলেছুর রহমান।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে- বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি’র আহবায়ক আবু তাহের তালুকদার, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুম মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পূর্বধলা উপজেলা কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান আজাদ।
নেত্রকোনা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ভোটার রয়েছেন ২০ লাখ ৪৪ হাজার ৭৩১ জন। এরমধ্যে পুরুষ ১০ লাখ ৩৭ হাজার ২২২ জন ও নারী ১০ লাখ ৭ হাজার ৪৬৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৪০ জন। ৬৭৬টি ভোট কেন্দ্রের তিন হাজার ৮৪৩টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে।


