নিজস্ব প্রতিবেদক: নারীদের মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো এবং সামাজিক কুসংস্কার ভাঙার লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় ‘Empower Menstrual Hygiene for All’ শীর্ষক একটি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ প্ল্যানেটের এক্সিকিউটিভ ডিরেক্টর এবি এম মাহমুদুল হাসান।
প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইয়ুথ প্ল্যানেটের এক্সিকিউটিভ ডিরেক্টর রহিমা আকতার।
অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ব্রজগোপাল মোদক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা ইউনুস জামান রনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফসার উদ্দিন, ইয়ুথ প্ল্যানেটের জেনারেল ডিরেক্টর শেখ ইমরানুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় সুশীল সমাজের সদস্য ও তরুণ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রেডরিক ইঞ্জা। তিনি মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধির উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
বক্তারা বলেন, মাসিক স্বাস্থ্য নিয়ে এখনও সমাজে ভুল ধারণা ও কুসংস্কার রয়েছে। লজ্জা ও অজ্ঞতার কারণে কিশোরী ও নারীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এ অবস্থার পরিবর্তনে পরিবার ও সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে মাসিক স্বাস্থ্যবিধি, নিরাপদ স্যানিটারি সামগ্রী ব্যবহার এবং পরিবেশবান্ধব পুনঃব্যবহারযোগ্য প্যাড ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ‘মাসিকের আলোচনা হোক উন্মুক্তে’- এই আহবান জানানো হয়।


