দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: ‘সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানকে বিশ্বাস এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা আছে- সেই পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ দেওয়ার ও আগামির দেশ গঠনের জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়ে বাংলাদেশ জাতীয়াতাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, “মাদক এবং জুয়া কোন অবস্থাতেই আমার নির্বাচনী এলকায় মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এই তিন উপজেলাতে হতেই দিবো না।”

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানে কাছে মনোনয়নপত্র দাখিলের সময় তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তি-শৃঙ্খলার মাধ্যমে এবং অতীতের মতো কোন কারচুপি না হয়, সুষ্ঠুভাবে যাতে নির্বাচনটা হয়, সকলের দোয়া ও পর্যবেক্ষন কামনা করে তিনি বলেন, আমি যদি বেঁচে থাকি, ইন্-শাল্লাহ পূর্বের সময়ের থেকে এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করবো। এখন আমার দ্বিতীয় জীবন। এই দ্বিতীয় জীবনে আমার একটাই লক্ষ্য আখেরাত। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে- এলাকার জনবাসীর উন্নয়ন। তিন নম্বর আমার পরিবার।

জামায়াত ইসলামিসহ অন্যান্য স্বতন্ত্রপ্রার্থীবৃন্দ আপনার আসনে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি (বাবর) বলেন, অবশ্যই সাধুবাদ জানাবো এবং নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। প্রতিযোগিতায় তাদের জনমত বেশি থাকে তারা নির্বাচিত হবেন। আর বিএনপি’র জনমত বেশি থাকলে বিএনপি বিজয়ী হয়ে আসবে। জয়ের ব্যাপারে আমি (বাবর) আশাবাদী।

এছাড়াও নেত্রকোনা-৪ আসনে জামায়াতে ইসলামীর আল হেলাল ও সিপিবির জলি তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৫৯ হাজার ৭৩১ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮০ হাজার ২২২ জন, নারী ভোটার এক লাখ ৭৯ হাজার ৭১৯ জন এবং ১২ জন হিজড়া ভোটার রয়েছেন। ১৯৮টি ভোট কেন্দ্রের ৭৯২টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version