নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহিম রনি।
মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ছাত্রদল নেতা আবদুর রহিম রনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনায়ক তারেক রহমানের ভূমিকা ঐতিহাসিক। তাঁর নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আমরা সকলের দোয়া কামনা করছি।”
তিনি আগামী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর ৩০০ ফিট এলাকায় তারেক রহমানকে সংবর্ধনা জানাতে আপামর ছাত্রসমাজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।


