তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,মাহফুজ ইসলাম (২২), গ্রাম গোবিন্দশ্রী, থানা ও জেলা মৌলভীবাজার; মৌলভীবাজার পৌরসভা ছাত্রলীগের সদস্য।
মোঃ মোস্তফা কামাল (৪০), গ্রাম ঘোড়ামারা, ৭নং আদমপুর ইউনিয়ন, থানা কমলগঞ্জ; আদমপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। খোকন দে (৩৩), গ্রাম উত্তর ভবানীপুর, ৩নং পশ্চিম জুড়ী ইউনিয়ন, থানা জুড়ী; জুড়ী উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক। মোঃ রুবেল আহমদ (২১), কানিকিয়ারি, ১২নং পৃথিমপাশা ইউনিয়ন, থানা কুলাউড়া; ছাত্রলীগ কর্মী। নানু মিয়া নান্নু (৩৩), গ্রাম রাউৎগাঁও (বরমচাল), থানা কুলাউড়া; আওয়ামী লীগ কর্মী।
ফয়ছল আহমদ (৩৯), জফরপুর, থানা বড়লেখা; বড়লেখা উপজেলা শ্রমিকলীগের কর্মী। মুক্তার মিয়া (৩০), গ্রাম হরিনাছং, থানা রাজনগর; ছাত্রলীগের সদস্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


