চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আব্দুস সহিদ মালতিয়ার ৩১তম মৃত্যু বার্ষিকী আজ। আব্দুস সহিদ মালতিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নে গ্রাম সরকার, মাদ্রাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
তিনি ১৯৯২ সালে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ভোলা-৪ আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে এই নেতা মৃত্যু বরণ করেন। তার কনিষ্ঠ সন্তান, উপজেলা যুবদল নেতা আবু সায়েম মালতিয়া জানান তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন যায়গায় দোয়া ও মিলাদ অনুষ্ঠান, কবর জিয়ারত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


