মো. জসিউর রহমান টাঙ্গাইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলুর নির্বাচনী কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে ডুবাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ডুবাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডুবাইল ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান সাদেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কার্তিক চন্দ্র ভৌমিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চাঁন খাঁ, সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস এবং সিনিয়র সহ-সভাপতি আজাদ মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, সদস্য সুরুজ মিয়া, নাগরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, নাগরপুর উপজেলা নাগরপুর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা সহ টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সম্মেলনে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় নির্বাচনী কৌশল, কর্মপরিকল্পনা, স্বচ্ছতা, দলীয় সিদ্ধান্ত ও নীতিমালা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।


