নিজস্ব প্রতিবেদক: হাওরে খরা, বন্যা, আগাম বন্যা, পাহাড়ী ঢল, আফাল, আফার, বজ্রপাত, গরম, ঠান্ডা, শৈতপ্রবাহ সামাল দিয়ে মানুষ ঠিকে আছে যুগের পর যুগ। জলবায়ুগত পরিবর্তনের কারণে এই সংকট আরো বড় হয়ে দেখা দিয়েছে কৃষকের কাছে। হিমালয় থেকে বাংলাদেশের হাওরের জলবায়ু সংকট মোকাবিলায় কৃষিপ্রতিবিদ্যা চর্চাই হতে একমাত্র ভরসা।
রবিবার (১৪ ডিসেম্বর)) বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজনে ও দাতা সংস্থা অক্সফামের আর্থিক সহযোগিতায় নেত্রকোনা জেলার মদন উপজেলার শান্তিপাড়া কৃষিপ্রতিবিদ্যা কেন্দ্র শিখন কেন্দ্রে নেপালের সোশাল ওয়ার্ক ইন্সটিটিউট এর উন্নয়ন কর্মী ও বাংলাদেশের হাওরের কৃষক প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে নেপালের ছয়জন উন্নয়ন কর্মী ও বাংলাদেশের হাওরের ১৫ জন কৃষক এবং বারসিক এর উন্নয়ন কর্মীরা অংশগ্রহন করেন।
সভায় গোবিন্দশ্রী ইনউনিয়ন ও মদন ইউনিয়নের কুলিয়াটি, উচিতপুর, পশ্চিমপাড়া, বারঘরিয়া, ভূইঁয়াহাটি, খালাসিপাড়া, গ্রামের কৃষক কৃষানি ও কৃষিপ্রতিবেশবিদ্যা দলের ১৫ জন কৃষক কৃষানি উপস্থিত ছিলেন।
কৃষক কৃষানিরা হাওরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ও সমাধানে কি কি লোকায়ত পদ্ধতি ব্যবহার করেন তা বর্ননা করেন এবং নিজ নিজ বাড়িতে কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার পরিকল্পনা গ্রহন করেন।
যেসব সমস্যার তুলে ধরেন তা হলো- আগাম বন্যা, ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে ফসলের ক্ষতি, বর্ষাকালে সবজীর জন্য বাজার নির্ভরশীল ঘনকুয়াশায় ফসলের ক্ষতি, ঢেউয়ে বসতভীটায় ভাঙ্গন, ঠান্ডায় ফসলের ক্ষতি, ফসলের রোগবালাই বেশী, গরম ও তাপদাহে ফসলের ক্ষতি, বসতভীটায় স্থান কম, বিষের অবাধ ব্যবহার, সেচের পানির সংকট।
এসব সমস্যা মোকাবেলা করার লোক প্রযুক্তির কথা বর্ণনা করেন, লিখেন ও উপস্থাপন করা হয়।
এদেশের কৃষকরা চৈত্র বৈশাখ মাসে সংরক্ষিত পানি থেকে সেচ প্রদান করে, রাসায়নিক সারের পরিবর্তে খুব অল্প পরিমানে গোবর সার, কেঁচো কম্পোস্ট সার ব্যবহার করে, ফসলের রোগবালাইয়ের জন্য জৈববালাইনাশক তৈরী করে ব্যবহার করে অল্প পরিমান কৃষক, বসতভীটা রক্ষার জন্য বাড়ীর চারপাশে ভেন্নাগাছ, উজাওরি, মুর্তাগাছ, কুচুরিপানা, হিজলকরচ রোপন করেন। নিজের বাড়িতে বীজ সংরক্ষণ করে অনেকেই (সবজীবীজ), বর্ষাকালে শাকসবজীর অভাব পূরণের জন্য বস্তাপদ্ধতি, টাওয়ার পদ্ধতি, ঘরের চাল ব্যবহার করে উৎপাদন করে, স্থানান্তর পদ্ধতিতে চারার বীজতলা তৈরী করেন দেশীয় কৃষকরা।
সেই সাথে নেপালী দল তাদের দেশের কৃষি কৃষক ও জলবায়ু সংকট মোকাবিলা করার নানা উদ্যোগগুলো তুলে ধরেন মতবিনিময়ে।
