নিজস্ব প্রতিবেদক: স্টিলের নৌকায় পা পিছলে ইঞ্জিনের উপর পড়ে গিয়ে হানিফ সরদার (৫৭) নামে এক মাঝির মৃত্যু হয়েছে। হানিফ সরদার সুনামগঞ্জের তাহেরপুর পাঠানপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাজিদপুর থেকে তাহেরপুর যাওয়ার পথে খালিয়াজুরী রসুলপুর ঘাটের উত্তর পাশে ধনু নদীতে এ দুর্ঘটনা ঘটে। এসময় ওই মাঝির সঙ্গে মেয়ের দিকে নাতি কামরুল (১০) নামের একটি ছেলে ছিল।
স্থানীয়রা জানান, ওই মাঝির নাতি কামরুলের চিৎকার শুনে আমরা দৌঁড়ে এসে দেখি ইঞ্জিনের পাখায় লেগে শরীর থেঁতলে গিয়েছে।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলার লেপশিয়া নৌ-পুলিশ পাঁরির ইনচার্জ জগৎ জ্যেতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ তার আত্মীয়দের নিকট বুঝিয়ে দেওয়া হবে। থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, নিজ নৌকায় পা পিছলে গিয়ে ইঞ্জিনের উপর পড়ে মারা যান তিনি। পরে মদন উপজেলা থেকে ফায়ারসার্ভিস এসে ইঞ্জিনের ভিতর থেকে শরীর কেটে লাশ বাহির করা হয়।


