ইবি প্রতিনিধি:
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রত্যেক আবাসিক হলে শিক্ষার্থীদের উন্নত খাবার পরিবেশনের নোটিশ দেওয়া হয়েছে। এতে আবাসিক শিক্ষার্থীদের জন্য ৬০ টাকা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা ফিস্ট মূল্য নির্ধারণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) হল প্রশাসন। এই হল ফিস্টে আবাসিক-অনাবাসিক মূল্য পার্থক্যের সমালোচনা ও নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
রাকিব হাসান নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “ইবি প্রশাসন হলে সিট দিতে পারে না নানা সুবিধা থেকে বঞ্চিত হয়েও অনাবাসিক ছাত্রদের সাথে এরকম বৈষম্য মানা যায়? হলে না থেকেও হলের নানা ফি দিতে হয় অথচ হলের বিজয় দিবস ফিস্ট আবাসিক ৬০ টাকা আর অনাবাসিক ১০০ টাকা ফি ধার্য করা এটা চরম বৈষম্য। বিষয় টা টাকার নয় বিষয় টা হচ্ছে দুজনেই ভার্সিটির, যেখানে হল সিট দিতে পারে না জন্য বরং অনাবাসিক দের ফি কম তো ধরেই নি উল্টা বেশি ধরছে। এইরকম বৈষম্যের বিরুদ্ধে সবাই আওয়াজ উঠান। বিজয় দিবস ফিস্ট ফি সবার জন্য সমান হারে ধরতে হবে।”
এদিকে বুধবার (১০ ডিসেম্বর) ফি সমতার দাবিতে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির প্রভোস্ট কাউন্সিলের সভাপতির কাছে স্মারকলিপি জমা দেয়।
শাখা ছাত্রদলের দাবি গুলো হল— এবারে নির্ধারিত খাবারের টোকেন মূল্য একীভূত করে সকল শিক্ষার্থীর জন্য সমান মূল্য নির্ধারণ করতে হবে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সরকারি বা জাতীয় অনুষ্ঠানের খাদ্য,উপহার,সুবিধা প্রদান এর ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যমূলক নীতি অনুসরণ করা যাবে না।
শাখা ছাত্রশিবির বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ খাবারে আবাসিক ও অনাবাসিক নির্বিশেষে সকল শিক্ষার্থীর জন্য ৬০ টাকা করে ফি নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
এবিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, “প্রভোস্ট কাউন্সিলের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থী ৬০ টাকায় বিজয় দিবসের খাবারের টোকেন নিতে পারবে।”


