দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালবাসা আর বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের দীপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে নেত্রকোনায় মুক্ত দিবস পালিত হয়েছে।

৯ ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরের ভবন প্রাঙ্গণে প্রজন্ম ৭১ ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নেত্রকোনার পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারজান আনোয়ার,জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নায়েব আলী খান, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট জিন্নাতুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল আজম, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বর্ণাঢ্য আনন্দ র‍্যালীতে অংশগ্রহণ ও শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল সাড়ে ১০টায় স্থানীয় পাবলিক হলে জেলা প্রশাসনের উদ্যোগে নেত্রকোনা মুক্ত দিবস, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version