দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘নোফেল জেলা ছাত্র কল্যাণ ফোরামের” নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি  হিসেবে মনোনীত হয়েছেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহজাদা ইয়ামিন এবং সাধারণ সম্পাদক  হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল হোসেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টা আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের  অধ্যাপক ড. এ বি এম ফারুক হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নব গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ- সভাপতি তানভির শরিফ রিফন, তানজিল হোসাইন সাইফুদ্দিন, মুহিব্বুর রহমান ও জহিরুল ইসলাম শাহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তামিম, আম্মার শোয়াইব, ইহসানুল হক খান নাফিজ, ফারহানা আফরোজ ও মোঃ ফাহাদ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক আবু নাঈম, অর্থ সহ-সম্পাদক নাফিস আজিম, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, সাহিত্য সম্পাদক আকাশ চন্দ্র দাস, আইন বিষয়ক সম্পাদক তানিম তানভির, আইন বিষয়ক সহ-সম্পাদক হাবিবুর রহমান ফুয়াদ,পরিকল্পনা সম্পাদক আশরাফুল ইসলাম, পরিকল্পনা সহ-সম্পাদক ফাহাদ বিন হারুন, ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহিমা হক ইভা, ছাত্রী বিষয়ক সহ-সম্পাদক তানিয়া, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, প্রচার সম্পাদক মাওয়াজুর রহমান, শিক্ষা সম্পাদক রবিউল হাসান, ক্রীড়া সম্পাদক ওমর শাহ তানভির, তথ্য প্রযুক্তি সম্পাদনা আল আমিন হোসেন ইমন, গবেষণা সম্পাদক সাইদুল কবির স্বাধীন, প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান ও সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব এলাহি। এছাড়া আব্দুল আলিম সৌরভ, ফারাবি, আরমান সিদ্দিকী কার্যনির্বাহী সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি শাহজাদা ইয়ামিন বলেন, “নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার শিক্ষার্থীদের ঐক্য, সহায়তা, দিকনির্দেশনা ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষা সহায়তা, ক্যারিয়ার গাইডলাইন, জরুরি সাপোর্ট এবং পারস্পরিক সহযোগিতাকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করবো। এই সংগঠন কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে নয়—এটি নোফেলীয়ার শিক্ষার্থীদের যৌথ প্ল্যাটফর্ম।” এছাড়াও তিনি সকল শিক্ষার্থীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এছাড়া বৃহস্পতিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ট হামিদুর রহমান মিলনায়তনে ১১৬ নং কক্ষে সংগঠনটির নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version