ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ সীমান্তের বিওপি এলাকায় ৫১ বিজিবির টহল দলের অভিযানে এক চোরাকারবারিসহ ভারতীয় ৪টি গরু ও নসিমন গাড়ি আটক করেছে। বিজিবি রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টার দিকে নীলফামারী ডিমলা উপজেলার রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীনস্থ ডিমলার ঠাকুরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৭৯২ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুগীরডাঙ্গা মাদ্রাসা মোড় নামক স্থান দিয়ে ভারতীয় গরু পাচার করে নিয়ে আসার সময় ৪টি ষাড় গরু ও ১টি নসিমন গাড়িসহ মতি মিয়াকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটককৃত মোঃ মতি মিয়া (৩৫) উপজেলার কালিগঞ্জ গ্রামের মোঃ আমজাদুলের ছেলে। চোরাচালানের সাথে জড়িত অন্য দুইজন চোরাকারবারি—একই গ্রামের সাহাবুরের ছেলে মোঃ মোরসালিন (৩৪) এবং হোসেন আলীর ছেলে নুরুল আমিন (৩৭)—পালিয়ে যায়।আটককৃত গরু ও নসিমনের মূল্য ৬ লাখ ৯০ হাজার ৫ শত টাকা ধরা হয়েছে। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলে এলাহী ভারতীয় গরু ও নসিমনসহ আটক মতি মিয়াকে থানায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিজিবির পক্ষে তিনজনকে আসামি করা হয়েছে, এর মধ্যে দুইজন পলাতক।


