দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি দুর্গাপুর-কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রতীক নিয়ে প্রচারণা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ত্ত তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করছেন।

প্রায় প্রতিদিনই বিকেল থেকে স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর মিছিল চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শিবগঞ্জ বাজার এলাকায় শিশুদের মুখে মুখে শোনাযায় ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের প্রচারণা।

প্রচারণা নিয়ে শিক্ষার্থী আরিফুল বলেন, ব্যারিস্টার আংকেল এর প্রচারণায় মিছিল করতে আমাদের কেউ পাঠায়নি। আংকেল তার নিজের টাকা দিয়ে আমাদের জন্য এতো সুন্দর একটা কাঠের সেতু করে দিয়েছেন। এর জন্য আমরা আঙ্কেলের প্রতি কৃতজ্ঞ। ব্যারিস্টার আঙ্কেলের প্রতি খুশি হয়ে আমরা ধানের শীষের মিছিল করেছি। আংকেলের কাছে আমাদের দাবী তিনি এমপি নির্বাচিত হয়ে, একটা স্থায়ী সেতু করে দিবেন। পরবর্তিতে ‘‘ব্যরিস্টার আঙ্কেল সবার প্রিয়-ধানের শীষে ভোট দিও’’ ‘‘আমাদের আঙ্কেল তোমাদের ভাই-ধানের শীষে ভোট চাই’’ বলে শ্লোগান দিয়ে ওই এলাকা মুখরিত করে তোলে।

শিশুদের এই সুন্দর প্রচারনা দেখে, ওই এলাকায় ধানের শীষের প্রতীক ও তারেক রহমানের ৩১ দফা নিয়ে প্রচারনায় থাকা উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা যোগ দেয়।

ইতোমধ্যে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে, সোমেশ্বরী নদীর ওপর প্রায় আটশো মিটার লম্বা কাঠের সেতু করে দিয়েছেন তিনি। এই কাঠের সেতু নির্মান হওয়ায় সবচেয়ে বেশী লাভবান হয়েছে শিবগঞ্জ এলাকার শিশু শিক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) দুপুরে সেতু উদ্বোধনের পর থেকে কোমলমোতি শিশুদের মনে স্থান করে নিয়েছেন মানবকি নেতা ব্যারিস্টার কায়সার কামাল।

সর্বস্তরের মানুষ, রিক্সা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল উপযোগী করে প্রায় পনের লক্ষ টাকা ব্যয়ে বাঁশ-কাঠের এই সেতু নির্মাণ করে দেন কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল। এ সেতু দিয়ে শুধু যানবাহন পারাপার থেকে সামান্য টোল আদায় করা হবে এবং লভ্যাংশের সকল টাকাই স্থানীয় মসজিদ, মন্দির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমুলক কাজে বিতরণ করা হবে বলে ঘোষনা দেন তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version