দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা গ্রিন কোয়ালিশন কমিটির আয়োজনে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক)’র সহযোগিতায় নেত্রকোনা কালেক্টরেট উচ্চ বিদ্যালয়ের হররুমে বিকাল তিনটায় কমিটির পরিকল্পনা ও পরিচালনা কর্মশালা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা ‘গ্রিন কোয়ালিশন’ কমিটির সভাপতি অমলেন্দু সরকারের সভাপতিত্বে প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান। তিনি বলেন, “সকল পেশাবৈচিত্র্যর মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মানবসৃষ্ট দূষণ থেকে আমাদের পরিবেশকে রক্ষা করার যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি তা অব্যাহত রাখতে হবে। তা না হলে প্রাকৃতিক দূষণে আমাদের মাটি-পানি-বায়ু নষ্ট হয়ে যাবে।”

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী সাংবাদিক মির্জা হৃদয় সাগর ও রিফাত আহমেদ রাসেল।

আলোচনার শুরুতে কমিটির সহ-সভাপতি শিউলি চক্রবর্তী গ্রিন কোয়ালিশনের গঠনতন্ত্র পাঠ করে শুনান।

আলোচনায়, নেত্রকোনা অঞ্চলের প্রাণ-প্রকৃতি-পরিবেশ-নদী-বন-হাওর এর বাস্তুতন্ত্র এর উপর বিভিন্ন আঘাতের কথা, পরিবেশ সুরক্ষা,বন্যপ্রানি সুরক্ষা, শতবর্ষী গাছ,পাখি,স্থানীয় মাছ, স্থানীয়জাতের বীজ, প্রাণসম্পদ সুরক্ষা ও কীটনাশকের অবাধ ব্যবহারের ও জনস্বাস্থ্য ও মানবজীবনের এর প্রভাবের কথা তুলে ধরা হয়।

সভাপতি অমলেন্দু সরকার বলেন, আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছুই আমাদের জীবনের জন্য প্রয়োজন। তবে মানুষ তার অপরিকল্পিত কর্মকান্ডে প্রকৃতির প্রতিটি উপাদান শেষ করে ফেলছে। আমাদের উচিত সমন্বিত একটি মঞ্চ তৈরী করে আন্দোলন গড়ে তোলা। আমাদের পরিবেশ আমাদেরই দায়িত্ব নিতে হবে ”।

কর্মশালায় অংশগ্রহনকারীরা দলীয় কাজের মাধ্যমে আগামি এক বছরের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version