নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের উলুয়াটি গ্রামে এক কৃষকের শিমক্ষেত কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মো. রুহুল আমিন।
রুহুল আমিন জানান, প্রায় ৩০ শতক জমিতে চাষ করা শিমগাছ রাতের অন্ধকারে কেটে ফেলে দুর্বৃত্তরা। ঘটনার পর ঘরবাড়ি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি ধারণা করছেন, পরিকল্পিতভাবেই তাঁর ক্ষতি সাধন করা হয়েছে। তবে এ ঘটনায় তিনি এখনো কাউকে সন্দেহ করছেন না এবং থানায় লিখিত অভিযোগও দেননি।
তিনি বলেন, ঘটনার বিষয়টি উপজেলা কৃষি অফিসকে জানিয়েছি। কে বা কারা এমন কাজ করল, বুঝতে পারছি না।স্থানীয়রা ঘটনাটিকে নিষ্ঠুর ও ন্যাক্কারজনক উল্লেখ করে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। তাঁকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। কৃষি অফিসের প্রদর্শনী বা অন্য কোনো প্রকল্পের মাধ্যমে কিছু সহায়তা করার চেষ্টা করা হবে।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


