গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সদর উপজেলায় এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সৎমাকে গ্রেফতার করেছে যৌথ টিম গাইবান্ধা র্যাব-১৩,ও র্যাব-১২,পাবনা। জানাযায় সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামে শুভ(৩০) নামের এক যুবককে পুর্ব পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগের ঘটনায় মূল আসামি ও সৎমা মোছাঃ শেফা বেগম(৪৫)কে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত শুভর পিতা জবিউর তার ২য় স্ত্রী শেফা বেগমকে অনেক আগেই তালাক দেয়। সেই ক্ষোভ ধরে শেফা বেগম তার সাবেক স্বামী জবিউরের ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে বলে অভিযোগে উল্লেখ করেন জবিউর রহমান। 
এরই পরিপেক্ষিতে চলতি বছরে ২৬ শে ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৫ টার দিকে পরিকল্পিতভাবে শুভ কে অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে গিয়ে শ্বাসরোধ করে প্রথমে হত্যা করে এবং মৃত্যু কে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য গাছের ডালের সাথে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করাসহ অপমৃত্যু মামলা দায়ের করেন। লাশটির ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিহত শুভ এর পিতা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি করে যুবকের খবরটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হলে। র্যাব ছায়া তদন্ত শুরু করে।
পরে র্যাব-১৩ সিপিসি-৩,গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের চৌকস সদস্যরা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যৌথ অভিযান চালিয়ে পাবনা সদরের দিলালপুর এলাকা হতে চাঞ্চল্যকর হত্যা মামলার মুল আসামি মোছাঃ শেফা বেগমকে গ্রেফতার করে। গ্রেফতার আসামি শেফা বেগম গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার অনন্তপুর গ্রামের মৃত আমির উদ্দিন মুন্সির মেয়ে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।