আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়া উপজেলায় সোহাগ চৌধুরী (৪৫) নামে এক মোটরসাইকেলচালককে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাই করার ঘটনা ঘটেছে। নিহত সোহাগ ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের বাউসা হাওর এলাকায় তাকে হত্যা করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) সকালে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সোহাগ খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর গ্রামের মৃত মতিউর রহমান চৌধুরীর ছেলে। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ পরিবারে ছয় সদস্যের একমাত্র উপার্জনকারী ছিলেন। পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সোহাগ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন।
রাতে মদন থেকে যাত্রী নিয়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে আটপাড়ার বাউসা হাওর এলাকায় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মোটরসাইকেলটি ছিনতাই করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
নিহতের স্ত্রী আজিদা আক্তার বলেন, “মোটরসাইকেল চালিয়েই চার সন্তানসহ ছয়জনের সংসার চলত। তিনিই ছিলেন পরিবারের একমাত্র ভরসা। এখন সন্তানদের নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না। দেড় বছর আগে শাল্লা এলাকায় তাকে অজ্ঞান করে মোটরসাইকেল ছিনতাই করেছিল। অনেক কষ্টে আবার মোটরসাইকেল কিনেছিলাম। এবার মোটরসাইকেলই নিল না, মানুষটাকেও মেরে ফেলল। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।”