রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন:
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব দলের আয়োজনে গতকাল অনুষ্ঠিত হয় কাব হলিডে ও নবাগত ৬ জন গার্লস-ইন-কাব সদস্যের দীক্ষা প্রদান অনুষ্ঠান। বাংলাদেশ স্কাউটস-এর পার্বতীপুর উপজেলার সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সরাসরি উপস্থিতিতে সারাদিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক, জেলা কাব লিডার, উপজেলা কাব স্কাউটস-এর সম্পাদক, উপজেলা কাব লিডার,উপজেলা কাব কমিশনার, নুরুল আনাম,শিক্ষা অনির্বাণ বাংলাদেশ,ব্যবস্থাপনা পরিচালক,প্রগতি টাওয়ার, ঢাকা। আরো উপস্থিত ছিলেন ইমরুন নেহার,এ এল টি, চিরিরবন্দর,মুনমুন মেহেদী, ইউনিট লিডার,পার্বতীপুর।আরো উপস্থিত ছিলেন জমি দাতা সদস্য ও বিদ্যুৎ।
নূরুল হুদা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দসহ এবং অসংখ্য সূধীজন। নবাগত কাব সদস্যদের দীক্ষা প্রদান করেন কাব স্কাউট লিডার জনাবা মোছাঃ আনজুমান আরা। অনুষ্ঠানের শেষ ভাগে বিভিন্ন ক্যাটাগরিতে কাব সদস্যদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।ক্যাটাগরি গুলো শ্রেষ্ঠ কাব শিশু, সেরা শিক্ষার্থী ও সেরা মা।
কাব হলিডে তে অংশগ্রহণ কারী সকল কাব শিশু কে অংশগ্রহণ সনদ প্রদান করা হয়।ইউনিটের কাব স্কাউট লিডার মোছা : আনজুমান আরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন যে সকল কাব শিশুদের নিয়ে,সেসকল কাব শিশু কে বিশেষ পুরষ্কার দেওয়া হয়। মধ্যাহ্নভোজের পর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।অবশেষে শাপলা কাব অ্যাওয়ার্ড – ২০২৫ এ অংশগ্রহণ কারী ৯ জন কাব শিশুর জন্য দোয়া ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এর জন্য দোয়া ও শুভ কামনা জানানোর মাধ্যমে প্রোগ্রাম টি শেষ হয়।


