স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষার্থীদের নিয়ে পলিটিক্যাল হারমোনি বিষয়ক রাউন্ড টেবিল মিটিং (রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্টিত)। অনুষ্টিত। ১৮ নভেম্বর (বুধবার) বেলা ৩ টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের হলরুমে গোলটেবিল মিটিং অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস, সিনিয়র আইনজীবি অ্যাড. স্বপন কুমার দাস রায়, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী নাসিম উদ্দিন লালা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ওমর খৈয়াম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফেজা ফেরদৌস লিপন, সহকারি পাবলিক প্রসিকিউটর জয়শ্রী দেব বাবলী, অধিকার’র সম্বনয়ক মুহাম্মদ আমিনুল হক, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, অ্যাড. আব্দুল আহাদ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার কলি, কলেজ শিক্ষার্থী জাকারিয়া আহমেদ প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন-ডেমোক্রেসি ইন্টার ন্যাশনাল এর কনস্যালটেন্ট এম ডি আলী ইজাজ ও সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার।
এ সময় বক্তারা বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক দলগুলোকে পুরনো ধ্যানধারনা ভূলে যেতে হবে। যোগাযোগ ব্যবস্থা এখন উন্নত অনলাইন প্লাটফর্মের মাধ্যমে রাজনৈতিক সভা সেমিনার করে প্রচার করা সহজ। তাই বিচ্ছিন্নভাবে মিছিল মিটিং না করে সকল রাজনৈতিক দলের অংশ গ্রহনে একই মঞ্চে পর্যায়ক্রমে নির্বাচনী সভা করলে রাজনৈতিক সহিংসতা এড়ানো যাবে। এবং প্রচারনায় অনেক সাশ্রয়ী হওয়া সম্ভব। বক্তারা আরো বলেন, রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে হলে সামাজিক বন্ধন আরো দৃঢ় করতে সচেতনতা বাড়াতে হবে।


